এক তুলোর দোকানে আগুন

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ  আসানসোল দক্ষিণ থানা অন্তর্গত বিএনআর সংলগ্ন এলাকায় এক তুলোর দোকানে শুক্রবার রাত্রে হঠাৎ করে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বিএনআর সংলগ্ন এলাকায়।

আরও পড়ুন -  ভবনগুলিতে বিদ্যুৎ সাশ্রয়ী শীতাতপ ব্যবস্থার প্রসারে স্বদেশমার্ট অ্যান্ড রেডিয়েন্ট কুলিং প্রযুক্তি

ঘটনা সুত্রে জানা যায়, আসানসোল সংলগ্ন কথাঞ্জলি কফি হাউজের পাশে এক তুলোর দোকানে হঠাৎ সন্ধ্যে বেলায় শর্ট সার্কিট এর ফলে আগুন লেগে যায়। আগুন দেখে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে পাশাপাশি খবর দেওয়া হয় রাজ্য বিদ্যুৎ বিভাগ দপ্তর, স্থানীয় দক্ষিণ থানার পুলিশ এবং দমকল বাহিনীকে।

আরও পড়ুন -  পুলিশ এর গাড়ির সাথে মোটরসাইকেল ধাক্কায় মৃত এক ও আহত এক

তড়িঘড়ি রাজ্য বিদ্যুৎ দপ্তরে আধিকারিকরা এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। পাশাপাশি দমকল বাহিনীর একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রসঙ্গত ওই পুরো দোকানের পাশে রয়েছে রাজ্য বিদ্যুৎ দপ্তরে ট্রান্সফর্মার।

আরও পড়ুন -  Rafiat Rashid Mithila: মিথিলার পুরস্কার, তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসবে