সৌজন্যের রাজনীতির পরিচয় দিলেন রাজ্য বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পল

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ
শুক্রবার আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বার্নপুর বারিময়দান টাউন পুজো মণ্ডপে দেবাদিদেব মহাদেবের পুজো দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করে সৌজন্যের রাজনীতির পরিচয় দিলেন রাজ্য বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পল। এদিন তিনি বলেন, দেবাদিদেব মহাদেবের কাছে এই প্রার্থনাই করেছি, যারা হিন্দু ধর্মের নামে অপপ্রচার করছে তাদের যেন সুবুদ্ধি হয়।

আরও পড়ুন -  কোমর এর খেল দেখালেন কোমল চৌধুরী, ফ্যানরা নিয়ন্ত্রণহীন

তিনি আরো বলেন, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর বিজেপির দ্বারা আক্রমণ হয়নি। ল্যাম্পপোস্টে তার গাড়ি ধাক্কা খাওয়ায় তার চোট লেগেছে। তিনি বলেন, মুখ্যমন্ত্রী বলছেন, হুইল চেয়ারে প্রচার করবেন তার এই মনোভাবকে তিনি কুর্নিশ জানান বলে জানান। তবে সায়নী ঘোষের হিন্দু ধর্মের যুগপুরুষ স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদানের নৈতিক অধিকার আছে কি না, এই বিষয়েও প্রশ্ন তুলে দেন তিনি।

আরও পড়ুন -  প্রধানমন্ত্রী ডিডি নিউজের সাপ্তাহিক সংস্কৃত ম্যাগাজিন ‘বার্তাবলী’ কে অভিনন্দন জানিয়েছেন