23 C
Kolkata
Tuesday, May 7, 2024

“দা জোকার”- এর প্রিমিয়ার শো হলো নন্দন টু-তে

Must Read

সত্যজিৎ চক্রবর্তী, খবরইন্ডিয়াঅনলাইন, কলকাতাঃ  সম্প্রতি কোলকাতা, নন্দন টুতে ডাইরেক্টর জয় ভট্টাচার্যের ছবি ” দা জোকার”- এর প্রিমিয়ার শো হলো নন্দন টুতে। উপস্থিত ছিলেন ডাইরেক্টর ও রাইটার জয় ভট্টাচার্য সহ বিবেক রায়, সংযুক্তা রায় ও ছবিটির সঙ্গে যুক্ত অন্যান্য বিশিষ্টরাও।

সাইকোলজিক্যাল থ্রিলার হলো এই ছবি “দা জোকার”। এটাই একটি শেষ ছবি যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়কে অভিনয় করতে দেখা যাবে, একজন সত্য-সন্ধানকারীর ভূমিকায়। এখানে আর একটি মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে বিবেক রায় কে। ছবিটিতে কয়েকটি মেয়ে মিলে একটি সংস্থা চালায় এবং তারা সেই সব মানুষের সাথে প্রতারণা করে যারা আবেগ প্রবণ। এছাড়াও ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে :- আমান রেজা, সংযুক্তা রায়, কোহিমা বসু, মৌ বৈদ্য, ভাস্বতী সেনগুপ্ত,
অর্চিষ্মান সিং, দিলরাজ, আরব সাহা, জয়ন্ত পর্বত, প্রাঞ্জল সরকার, জয় বোস, সুভাষ পচিসিয়া, কঙ্কন কর, খুশি খাতুন, সঞ্চারি চ্যাটার্জি,
হিমিকা পাত্র , সায়ন বিশ্বাস, প্রমূখ কে। ছবিটিতে মিউজিক দিয়েছেন সুমিত রায়, গান গেয়েছেন সপ্তপর্ণী বসু, ছবি
সম্পাদনা করেছেন অরিন্দম গায়েন, ব্যাকগ্রাউন্ড মিউজিকের দায়িত্বে ছিলেন অনিতেশ, ক্যামেরার দায়িত্বে ছিলেন রঞ্জিত মন্ডল,
শুভেন্দু সাহা, উদয় এবং সানি ভট্টাচার্য্য। “সানি এন্টারটেইনমেন্ট”- এর ব্যানারে এটি প্রথম ছবি।

আরও পড়ুন -  বিজেপির দুই গ্রাম পঞ্চায়েত সদস্য যোগ দিলেন তৃণমূলে, পঞ্চায়েতটি বিরোধীশূন্য হয়ে গেল

প্রয়াত তারকা সৌমিত্র চট্টোপাধ্যায় কে স্মরণ করে, ডাইরেক্টর জয় ভট্টাচার্য জানান যে,” কোভিড পরিস্থিতি না হলে গত বছরই এই ছবিটি মুক্তি পেতো এবং তাহলে এই প্রিমিয়ার শোতে আমরা প্রয়াত সমিত্র চট্টোপাধ্যায়কে পেতাম”। তিনি আরো বলেন যে, এই ছবিতে তিনি নতুন মুখ নিয়ে কাজ করেছেন এবং ভবিষ্যৎ- এও করবেন। তিনি এই ইন্ডাস্ট্রিতে নতুন দের জায়গা করে দেবেন।

আরও পড়ুন -  ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্নে ‘সৌমিত্রের’ অভিযান, পরমব্রত চ্যাটার্জি কি জানালেন ?

Latest News

গরম থেকে একটু শান্তি পেতে দিঘা-দার্জিলিং যাওয়ার জন্য ট্রেন দিল রেল!

গরম থেকে একটু শান্তি পেতে দিঘা-দার্জিলিং যাওয়ার জন্য ট্রেন দিল রেল! এই তাপপ্রবাহ থেকে একটু শান্তি পেতে এবার রেল দিলো...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img