সাধন মণ্ডল, খবরইন্ডিয়াঅনলাইন, বাঁকুড়াঃ
আগামী ১৪ ই মার্চ জঙ্গলমহলের রায়পুর সবুজ সংঘের মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা অনুষ্ঠিত হবে বলে সূত্রের খবর। তার জন্য গতকাল রাত্রি থেকে মাঠ পরিদর্শন ও তৃণমূল নেতৃত্বের সাথে পুলিশ প্রশাসনের ঘনঘন বৈঠক ও আলোচনা চলছে। আজ মাঠে উপস্থিত আছেন রায়পুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী মৃত্যুঞ্জয় মুর্মু, রায়পুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জগবন্ধু মাহাতো, বাঁকুড়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাজকুমার সিংহ, সারেঙ্গা ব্লক তৃণমূল সভাপতি সুব্রত মিশ্র, জেলা সম্পাদক গৌতম বিশ্বাস ও তারাশঙ্কর মহাপাত্র সহ বিধানসভা এলাকার তৃণমূল নেতৃত্ব। উল্লেখ্য আগামী 27 মার্চ জঙ্গলমহলের রানিবাঁধ ও রায়পুর বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এই বিধানসভা নির্বাচন কে পাখির চোখ করে এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জয়ী করতেই মুখ্যমন্ত্রীর এই কর্মসূচি বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। এক সাক্ষাৎকারে জেলা যুব তৃণমূল সভাপতি রাজকুমার সিংহ বলেন, আগামী বিধানসভা নির্বাচনে বাঁকুড়া জেলার বারোটি আসনেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবে। রায়পুর ও রানিবাঁধ বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রথম উপহার, খেলা হবে।
১৪ ই মার্চ জঙ্গলমহলের রায়পুর সবুজ সংঘের মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা অনুষ্ঠিত হবে বলে সূত্রের খবর
Published By: Khabar India Online |
Published On: