টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ গতকাল নন্দীগ্রামে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে আজ জায়গায় জায়গায় বিক্ষোভ ও পথঅবরোধ চলছে।
তারই পরিপ্রেক্ষিতে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস উদ্যোগে রূপনারায়নপুর ডাবরমোরের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গৃহ মন্ত্রী অমিত শাহ এবং বিজেপি নেতা শুভেন্দু আধিকারির কুশ পুত্তলিকা পুড়িয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
এই প্রসঙ্গে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মহম্মদ আরমান বলেন, যে নন্দীগ্রামে যেভাবে ষড়যন্ত্র করে তাঁর পায়ে আঘাতের কারণে বিজেপির কিছু কর্মী সমর্থকদের দ্বারা আক্রমণ করা হয়েছিলো, তার আমরা ধিক্কার জানাই। এখন তিনি কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।আমরা এই ধরণের ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দ্রুত অপরাধীকে গ্রেপ্তারের দাবি জানাই।
এদিন এই বিক্ষোভ মধ্য দিয়ে ও কুশপুত্তলিকা পোড়ানোর সময় উপস্থিত ছিলেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং, সালানপুর ব্লক সহ – সভাপতি বিদুৎ মিশ্র, কৈলাস পতি মন্ডল,দীনেশ লাল শ্রীবাস্তব,জনার্দন মন্ডল, মহিলা নেত্রী অপর্ণা রায়, সুলেখা দাস ও ছাত্র নেতা মিঠুন মন্ডল সহ অনেকে।
দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ষড়যন্ত্র করে হামলা। রূপনারায়ানপুর বাস স্ট্যান্ডে ব্লক তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ প্রদর্শন
Published By: Khabar India Online |
Published On: