টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ
রাজ্যে বিধান সভা নির্বাচনকে সামনে রেখে পূর্ব রেলের আসানসোল ডিভিশনে শুরু হয়েছে স্পেশাল চেকিং ব্যবস্থা। এই বিষয়ে রেল পুলিশের পক্ষ থেকে কমাণ্ড্যান্ট চন্দ্র মোহন মিশ্রা জানিয়েছেন , যেহেতু আসানসোল ডিভিশন রাজ্যের সীমান্তবর্তী এলাকা ও পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড লাগোয়া। তাই নানান বেআইনি জিনিস রাজ্যে প্রবেশের সম্ভাবনা থেকে যায় ৷
নির্বাচন কেন্দ্রিক পরিস্থিতিতে রাজ্যে যাতে কোনো প্রকার অশান্তির বাতাবরণ তৈরি হতে না পারে , তার জন্যে রেলের স্নিফার ডগ ও নারকোটিক বিভাগকে কাজে লাগানো হয়েছে ৷ দেশের নির্বাচন কমিশনের দেওয়া নির্দেশ অনুসারেই এই বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ৷ অন্যদিকে রেলপুলিশ আধিকারিক বি কে পাণ্ডে জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকা থেকে যাতে রাজ্যে দুষ্কৃতীরা প্রবেশ করতে না পারে, সেই দিকে লক্ষ্য রেখে রেল পুলিশ সতর্ক রয়েছে ৷ দুষ্কৃতীরা ধরা পড়লে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ৷