নারী দিবসে ভোট প্রচারে প্রাক্তন বিধায়ক শ্যামল সাঁতরা

Published By: Khabar India Online | Published On:

সাধন মণ্ডল, খবরইন্ডিয়াঅনলাইন, বাঁকুড়াঃ    আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে নাম ঘোষণার পরেই ভোট প্রচারে নেমে পড়েছেন প্রাক্তন মন্ত্রী তথা কোতুলপুর এর প্রাক্তন বিধায়ক শ্যামল সাঁতরা। আজ বিধানসভা এলাকার বিভিন্ন গ্রামে সাধারণ মানুষের কাছে গিয়ে হাত জোড় করে ভোট ভিক্ষা প্রার্থনা করেন। পথ চলতে চলতে মানুষের খোঁজ খবর নেন তাঁরা কেমন আছেন।

আরও পড়ুন -  Koel Mallick: শরীরে নেই মেদের চিহ্ন, মা হয়েও, নতুন ভাবে প্রকাশ কোয়েল
নারী দিবসে ভোট প্রচারে প্রাক্তন বিধায়ক শ্যামল সাঁতরা। ছবিঃ সাধন মণ্ডল।

সবকিছু ঠিকঠাক পাচ্ছেন কিনা এবং আশ্বাস দেন আগামী দিনে মা-মাটি-মানুষ সরকার প্রতিষ্ঠা হলে খাবারের অভাব হবে না ও যাদের বাড়ি নেই তারা বাড়িও পাবেন। আপনারা জোড়াফুলে ভোটটা দিবেন বলে অনুরোধ জানান। উল্লেখ্য প্রচার এর ফাঁকে রাস্তায় বয়স্ক বৃদ্ধ বৃদ্ধাদের সম্মান জানাতে ভোলেননি। তিনি হাত জোড় করে পায়ে হাত দিয়ে প্রণাম করে তাদের শ্রদ্ধা জানিয়েছেন। আজ আন্তর্জাতিক নারী দিবসে বেশ কিছু মাতৃস্থানীয় মানুষকে প্রণাম করে তিনি নারী দিবসের মর্যাদা রক্ষা করলেন বলে উপস্থিত তৃণমূল কর্মীদের অভিমত।

আরও পড়ুন -  বিধানসভা নির্বাচনের আগে পুলিশের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ এক দুষ্কৃতী ধরা পড়ল