চাকরি দেওয়ার নাম করে কয়েকশো গৃহ শিক্ষক-শিক্ষিকার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণা

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব প্রতিনিধি, খবরইন্ডিয়াঅনলাইন, উঃ ২৪ পরগণাঃ    চাকরি দেওয়ার নাম করে কয়েকশো গৃহ শিক্ষক-শিক্ষিকার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করল হরিপদ মাইতি নামে পশ্চিম মেদিনীপুরের অশোকনগরে এক বাসিন্দা। হাবরা অশোকনগর সহ বনগাঁ এলাকায় বিভিন্ন জায়গায় গডস ওয়ে মিনিস্ট্রি এন্ড হোপ প্রজেক্ট- নামে বাচ্চাদের নিয়ে স্কুল তৈরি করত। মূলত এই স্কুল গুলি থেকে পিছিয়ে পড়া ছেলেমেয়েদের পড়াশোনা করানো হবে বলে। শিক্ষক নিয়োগ করার নামে প্রায় আড়াইশো গৃহ শিক্ষক শিক্ষিকার কাছ থেকে কয়েক লক্ষাধিক টাকা হাতানোর অভিযোগ।
মূলত জেলার বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠনের মাধ্যমে এলাকায় এলাকায় ক্লাব গুলিতে এরা এলাকার ছেলে মেয়েদের নৃত্য আঁকা এবং যিশুখ্রিস্টের জীবন কাহিনী প্রচার করতেন। যে সমস্ত শিক্ষকদের নিয়োগ করা হতো তাদের কাছ থেকে অগ্রিম ১০ হাজার ১৫ হাজার করে টাকা তুলতেন এই হরিপদ মাইতি। মাসের-পর-মাস স্কুল চলার পর বেতন কেউ না পাওয়ায়। ক্ষোভ জন্মাতে শুরু করে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে।
স্কুলের মাইনে চাইলে দীর্ঘ টালবাহানার করত এমনটাই দাবি শিক্ষক-শিক্ষিকাদের, বলতেন বিদেশ থেকে করোনার মধ্যে ডোনেশন আসছে না তাই দিতে দেরি হচ্ছে আপনাদের মাইনে।
শুক্রবার বার্ষিক অনুষ্ঠান করা হবে এমনটাই জেলার সমস্ত স্কুলের শিক্ষকদের জানানো হয়। এছাড়া বিদেশ থেকে যে সমস্ত মানুষ ডোনেশন করে তারাও আসবেন এই অনুষ্ঠানে। এই ভাবে বুঝিয়ে অনুষ্ঠানের আয়োজন করা। কিন্তু শুক্রবার হরিপদ মাইতি কোনো খবর পাওয়া যায়নি ফোন সুইচ অফ হওয়ার পর। শিক্ষক শিক্ষিকারা এদিন সকালে হাবরা পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ রোডে যে তাদের স্কুল রয়েছে সেখানেই বিক্ষোভ দেখাতে শুরু করেন জেলার কয়েকশো শিক্ষক শিক্ষিকারা। দীর্ঘক্ষন স্কুলের দায়িত্বে থাকা এক মহিলা শিপ্রা বিশ্বাসকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন শিক্ষক-শিক্ষিকারা।শিক্ষক-শিক্ষিকাদের যে টাকা প্রতারণা করেছে তা ফেরতের দাবি তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছায় হাবরা থানার পুলিশ। দায়িত্বে থাকা শিপ্রা বিশ্বাসকে ঘিরে বিক্ষোভ দেখানো শিক্ষক-শিক্ষিকারা বুঝিয়ে ওই মহিলাকে হাবড়া থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বিক্ষোভরত শিক্ষক-শিক্ষিকারা হাবড়া থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন ঘটনার তদন্তে হাবড়া থানার পুলিশ।

আরও পড়ুন -  আপনার ফ্রিজকে দীর্ঘস্থায়ী ও ভালো রাখার ৫ টি টিপস!