ভারতের প্রথম মানববাহী মহাকাশ অভিযান ‘গগনযান’ কোভিড মহামারীর জেরে প্রভাবিত হবেনা : ডঃ জীতেন্দ্র সিং

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ    উত্তর পূর্বঞ্চল মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রী, কর্মীবর্গ, গণ অভিযোগ, পেনশন, আণবিক শক্তি এবং মহাকাশ দপ্তরের মন্ত্রী ডঃ জীতেন্দ্র সিং আজ জানিয়েছেন, ভারতের প্রথম মানববাহী মহাকাশ অভিযান “গগনযান” কোভিড-১৯ মহামারীর জেরে প্রভাবিত হবেনা। এই অভিযানের প্রস্তুতি সঠিক পথেই চলেছে।

গত এক বছরে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবং মহাকাশ বিভাগের গুরুত্বপূর্ণ সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে ডঃ জীতেন্দ্র সিং বলেন, কোভিড-১৯ মহামারীর কারণে রাশিয়ায় চার ভারতীয় নভশ্চরের প্রশিক্ষণ বন্ধ রাখতে হয়েছিল। কিন্তু ইসরোর চেয়ারম্যান ও বিজ্ঞানীদের পরামর্শ মতো এই প্রশিক্ষণ কর্মসূচি পুনরায় চালু করা হয়েছে। ২০২২ সালে স্বাধীনতার ৭৫ বছর পূর্তির আগেই পরিকল্পনা অনুযায়ী এই অভিযান শুরু হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন -  রোমান্টিক সাহসী সিরিজ ULLU-তে আসছে, পাগল হয়ে যাবেন ট্রেলার দেখলে, Video Watch

ইসরোর কর্মকান্ডে বেসরকারী অংশিদারিত্বকে উৎসাহ দেওয়ার ক্ষেত্রে মন্ত্রীসভার সম্প্রতি  সিদ্ধান্ত সম্পর্কে  ব্যাখ্যা দিতে গিয়ে শ্রী সিং বলেন, ‘ভারতীয় জাতীয় মহাকাশ প্রচার এবং অনুমোদন কেন্দ্র (আইএন-স্পেশ)’ নামে একটি নিয়ন্ত্রক সংস্থা প্রতিষ্ঠা করা হবে। তিনি আরও বলেন, এতে মহাকাশ অভিযানের ক্ষেত্রে দেশের সক্ষমতা বৃদ্ধি এবং বেসরকারী অংশিদারিত্বের সুযোগ তৈরি হবে।”চন্দ্রায়ণ-৩” অভিযান সম্পর্কে ডঃ জীতেন্দ্র সিং বলেন, আগামী বছর এই অভিযানের সূচনা হতে পারে। এই অভিযানে একটি ল্যান্ডার, রোভার এবং মডিউলগুলি বহন করে  সামনের দিকে এগিয়ে নিয়ে  যাওয়ার জন্য পরিচালন ব্যবস্থাপনা যুক্ত করা হবে বলে তিনি জানান।

আরও পড়ুন -  পুরসভায় কিভাবে ভোট হয়েছে তা সবাই জানেঃ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার