ট্রাফিক পুলিশের তৎপরতায় হারিয়ে যাওয়া নথিপত্র ৩০ মিনিটের মধ্যে ফিরে পেলেন এক মহিলা

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ মালদা জেলা ট্রাফিক পুলিশের তৎপরতায় হারিয়ে যাওয়া নথিপত্র ৩০ মিনিটের মধ্যে ফিরে পেলেন এক মহিলা। প্লাস্টিক প্যাকেট মোরা নিজের ও তার পরিবারের সচিত্র পরিচয় পত্র ফিরে পেলেন ওই মহিলা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মালদা শহরের রথ বারি মরে।মালদা জেলা ট্রাফিক পুলিশ ওসি বিটুল পাল জানান বৃহস্পতিবার দুপুরে ইংরেজবাজার ঘোড়াপীর গান্ধী পার্ক এর বাসিন্দা সান্তনা মন্ডল রথবাড়ি মোড় থেকে টোটো করে সুকান্তপল্লী নতুন আধার কার্ড করার জন্য তার বাবার বাড়ি যাচ্ছিল। কিছুদুর যাওয়ার পর শহরের দূর্গা বারি মরে যেতেই সে দেখতে পায় তার হাতের প্লাস্টিকের মুড়ানো নথিপত্র কাগজগুলি নেই। সাথে সাথে সেই টটো থেকে নেমে আরেকটি টোটো ধরে রথ বাড়ির দিকে চলে আসে।তখন বিষয়টি জানাজানি হতেই কর্তব্যরত ট্রাফিক পুলিশ বিষয়টি ওই মহিলার কাছ থেকে জানতে পেরে খুঁজাখুঁজি শুরু হয়। ৩০ মিনিটের মধ্যেই হারিয়ে যাওয়া প্লাস্টিক মোড়ানো জরুরী নথিপত্রগুলো ওই মহিলার হাতে ট্রাফিক পুলিশ তুলে দেয়।প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে ওই মহিলা রথবাড়ি মোড় থেকে যখন টোটো তে উঠেছিল তখনই তার প্লাস্টিকে মোড়া নথিপত্র গুলি তার হাত থেকে পড়ে যায়। জেলা ট্রাফিক পুলিশের তৎপরতায় হারিয়ে যাওয়া নথিপত্রগুলো সে মহিলা ফিরে পাই।নথিপত্র গুলি হল একটি ভোটার কার্ড, একটি আধার কার্ড ও স্কুলের আইডেন্টি কার্ড হারিয়ে যাওয়া নথিপত্র গুলি ট্রাফিক পুলিশের তৎপরতায় হাতে পেয়ে ট্রাফিক পুলিশ কে ধন্যবাদ জানাই সান্তনা মন্ডল।

আরও পড়ুন -  Padma Shri Award: পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত গুরুমা কমলি সোরেনকে নিয়ে মালদা শহর জুড়ে মিছিল