২৯এ ধারা অনুসারে রাজনৈতিক দলগুলির নিবন্ধীকরণের জন্য জনসাধারণের প্রতি বিজ্ঞপ্তি জারির সময়সীমা

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ২৯এ ধারা অনুসারে রাজনৈতিক দলগুলির নিবন্ধীকরণের জন্য জনসাধারণের প্রতি বিজ্ঞপ্তি জারির সময়সীমা নির্ধারিত হয়। যে দল কমিশনের কাছে স্বীকৃতির জন্য আবেদন করে সেই দল গঠনের ৩০ দিনের মধ্যে কমিশনের কাছে এ সংক্রান্ত আবেদনপত্রটি জমা দিতে হয়। এরপর সংবিধানের ৩২৪ নম্বর ধারা ও ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ২৯এ ধারা অনুসারে কমিশন প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়। আবেদনপত্রে সংগঠনের নাম কি হবে সে সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দুটি জাতীয় দৈনিক ও দুটি আঞ্চলিক দৈনিকে ২ দিন প্রকাশ করতে হবে। এ ব্যাপারে কারও কোনও আপত্তি থাকলে তিনি ৩০ দিনের মধ্যে সেটি জানাবেন।

আরও পড়ুন -  Fat Men: শারীরিক সম্পর্কে বেশি সক্রিয়, মোটা পুরুষেরাই

নির্বাচন কমিশন ২৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু, কেরালা ও পুদুচেরীতে বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করেছে। কোভিড-১৯ মহামারীর কারণে কোনও দলের রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি নিবন্ধীকরণের জন্য আবেদন করতে দেরি হতে পারে। সব দিক বিবেচনা করে কমিশন বিজ্ঞপ্তি জারির সময়সীমা ৩০ দিনের পরিবর্তে ৭ দিন করেছে। তবে এই সিদ্ধান্ত শুধুমাত্র যেসব দল ২৬ ফেব্রুয়ারি বা তার আগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তাদের জন্যই প্রযোজ্য হবে। এই দলগুলি দোসরা মার্চ বিকেল ৫.৩০ এর মধ্যে তাদের বিজ্ঞপ্তি জমা দিতে পারবে।

আরও পড়ুন -  Weather: ঘূর্ণাবর্ত রাজ্যের উপর চোখ রাঙাচ্ছে, প্রবল দুর্যোগের আশঙ্কা এই জেলাগুলি

এক্ষেত্রে সংগঠনগুলিকে ৫টি রাজ্যের জন্য সময়সীমার ছাড় দেওয়া হয়েছে। আসাম, তামিলনাড়ু, কেরালা ও পুদুচেরীতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন অর্থাৎ ১৯এ মার্চ পর্যন্ত এই সময়সীমা বলবৎ থাকবে। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্যের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৭ই এপ্রিল পর্যন্ত ওই সময়সীমা কার্যকর হবে। সূত্র – পিআইবি।

আরও পড়ুন -  এই সুবিধা বাতিল সরকারি কর্মীদের