গ্লিটার্স এন্টারটেইনমেন্ট ও দাস বৈরাগী ফিল্মসের যৌথ উদ্যোগে ছবি “দ্বীপান্তর”

Published By: Khabar India Online | Published On:

সত্যজিৎ চক্রবর্তী, খবরইন্ডিয়াঅনলাইন, কলকাতাঃ পরিচালনা – পলাশ বৈরাগী, প্রযোজনা – নিজাম হাশমি, কাহিনী – কলেজের পিকনিক এ ঘুরতে যাওয়াই ছিল তাদের শেষ যাওয়া। কলেজ পড়ুয়া মনোজ ও আলিয়া লঞ্চ থেকে নদীতে পরে যায়। ফরেস্ট অফিসার রা অনেক চেষ্টা করেও তাদের খুঁজে পায় না। কেউ বলেছেন ওদের কুমিরে না হয় বাঘ এ খেয়েছে। আবার কেউ বলেছেন ওরা কোনো দ্বীপ-এ হয়তো আছে। ছোটো থেকে বড় হয়ে ওঠা আরিয়ান প্রশ্ন করে তার ঠাকুমা কে, তার বাবা ও মা কোথায়। শেষ পর্যন্ত বাবার কলেজের প্রফেসর জানায়, কি ভাবে তাকে উদ্ধার করেছে এক নির্জন দ্বীপ থেকে। সেই দ্বীপ এ তার বাবা থেকে গেছে।

আরও পড়ুন -  গরিব ও দুঃস্থ মানুষের কাছে বাড়িয়ে দিলেন সাহায্যের হাত, যশের দাপটে, অসহায় পরিবারের পাশে

দ্বীপ এ থাকা অসহায় , দরিদ্র, ভাষা না জানা মানুষ গুলোই এখন তার পরিবার। ভাষা না জানা পরিবার দের সে কথা বলতে শিখিয়েছে।
অভিনয়ে প্রধান চরিত্র করেছেন রাজেশ শর্মা, বিশ্বজিৎ চক্রবর্তী, সান্ত্বনা বসু, রঞ্জন ভট্টাচার্য, সৌমেন দাস, মনোজ, আলিয়া ও আরিয়ান প্রমুখ।

আরও পড়ুন -  Cyclone Biparjoy: লণ্ডভণ্ড গুজরাট বিপর্যয়ের তাণ্ডবে, বিদ্যুৎহীন অনেক এলাকা