সত্যজিৎ চক্রবর্তী, খবরইন্ডিয়াঅনলাইন, কলকাতাঃ ২৯সে ফেব্রুয়ারি, রবিবার, বনশ্রী – সপ্তর্ষি সম্মান ২০২১ হয়ে গেলো আই,সি,সি,আর পেক্ষা গৃহে, সত্যজিৎ রায় অডিটোরিয়ামে এখানে বনশ্রী ভিগুরাম হালদার মহাশয় এবং সপ্তর্ষি শিবানী কুন্ডু সাহা মহাশয়া, সৌরভ দেবনাথ মহাশয় এনাদের যৌথ উদ্যোগে বনশ্রী সপ্তর্ষি সাংস্কৃতিক উৎসব ২০২১ অনুষ্ঠিত হয়। বনশ্রী এবং সপ্তর্ষি বহু বছর ধরে সামাজিক এবং সাংস্কৃতিক কাজ করে চলেছে। এই সাংস্কৃতিক উৎসবে, উপস্থিত ছিলেন গুরু অলকানন্দা রায়, পণ্ডিত মল্লার ঘোষ, মিলন দাস, মেঘসায়ান্তনী ঘোষ , অভিনেতা গুড্ডু, লাজবন্তী রায়, অরূপ মুখার্জি, গৌতম পাল, দেবাশীষ বাগ, ডাঃ ভারতী রায়, রমেন কুমার পাল এবং আরও বহু বিশিষ্ট অতিথি বর্গের মিলনে উৎসব আনন্দমুখর হয়ে উঠেছিল। ঝংকার কলেজ অফ কালচারের স্টুডেন্টস বনশ্রী কলাকুঞ্জ , পরম্পরা, চর্চা এবং আরও অনেক নৃত্যদল তারা মঞ্চকে আরো রঙিন করে তুলেছিল। বিশেষ করে বন্দেমাতরম এবং গুরুবন্দনা র সুন্দর উপস্থাপনা সকলকে মোহিত করেছে। স্বরলিপি মিউজিক স্কুলের গানের উপস্থাপনা অভাবনীয় সুন্দর। বনশ্রী এবং সপ্তর্ষির এমন মহান কাজ দেখে উপস্থিত দর্শক অভিভূত হয়ে গিয়েছিল। বনশ্রী এবং সপ্তর্ষি অনেক দূর এগিয়ে যাবে।
বনশ্রী – সপ্তর্ষি সম্মান ২০২১ হয়ে গেলো আই,সি,সি,আর পেক্ষাগৃহে সত্যজিৎ রায় অডিটোরিয়ামে
Published By: Khabar India Online |
Published On: