শ্যালো মেশিন ঘাড়ে করে নিয়ে অভিনব কায়দায় বিক্ষোভ

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্যালো মেশিন ঘাড়ে করে নিয়ে অভিনব কায়দায় বিক্ষোভ দেখালো ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া মালদা শাখার কর্মীরা। সংগঠনের পক্ষ থেকে এই মর্মে আজ গোটা মালদা শহর জুড়ে এক বিক্ষোভ মিছিল করা হয়। পরে মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে কর্মীরা জমায়েত হয় বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায়। এই মর্মে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশবাহিনী। জানা যায় পরে সংগঠনের পক্ষ থেকে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রত্যাহার
সহ একাধিক দাবি-দাওয়া নিয়ে জেলা শাসকের হাতে একটি দাবি সনদ তুলে দেওয়া হয়। এই বিষয়ে সংগঠনের জেলা সভাপতি আরাফাত আলী জানান, ভারত বর্ষ কৃষি নির্ভর দেশ। ডিজেলের ওপর নির্ভর করে কৃষিকর্ম চলছে। কিন্তু দেখা যাচ্ছে পেট্রোল এর থেকে ডিজেলের মূল্যবৃদ্ধি বেশি। প্রতিদিনই জ্বালানির মূল্যবৃদ্ধি হচ্ছে। এরই প্রতিবাদে আজকে তাদের আন্দোলন।

আরও পড়ুন -  Imran Khan: জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা বহাল, ইমরানের বিরুদ্ধে