এক বছরে এত টাকা! বিশ্ব ফুটবলের ইতিহাসে আগে কখনও এমন দৃশ্য দেখা যায়নি। ২০২৫ সালে আন্তর্জাতিক ফুটবলার ট্রান্সফারে ব্যয়ের অঙ্ক ছুঁয়েছে একেবারে নতুন উচ্চতায়, যা কার্যত বদলে দিয়েছে ফুটবল অর্থনীতির মানচিত্র।
FIFA-এর প্রকাশিত গ্লোবাল ট্রান্সফার রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালে পুরুষদের আন্তর্জাতিক ফুটবল ট্রান্সফারে মোট ব্যয় হয়েছে প্রায় ৯.৪৯ বিলিয়ন পাউন্ড। এটি ফুটবল ইতিহাসে সর্বোচ্চ ট্রান্সফার ব্যয়ের রেকর্ড।
এর আগে ২০২৩ সালে আন্তর্জাতিক ট্রান্সফারে সর্বোচ্চ ব্যয় হয়েছিল। তবে ২০২৫ সালের খরচ সেই পুরোনো রেকর্ডকে অনেকটাই পেছনে ফেলেছে। বিশ্লেষকদের মতে, বড় ক্লাবগুলোর আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং বৈশ্বিক খেলোয়াড় বাজারের প্রসার এই রেকর্ড গড়তে বড় ভূমিকা রেখেছে।
দেশভিত্তিক ব্যয়ের দিক থেকে শীর্ষে রয়েছে ইংল্যান্ড। ইংলিশ ক্লাবগুলো একাই আন্তর্জাতিক ট্রান্সফারে ব্যয় করেছে প্রায় ২.৭ বিলিয়ন পাউন্ড। একই সঙ্গে জার্মানি ও ইতালি একমাত্র দেশ হিসেবে এক বিলিয়ন ডলারের বেশি ট্রান্সফার ব্যয় করেছে।
শুধু ব্যয় নয়, ট্রান্সফার থেকে আয়ের দিকেও এগিয়ে ইংল্যান্ডের ক্লাবগুলো। ২০২৫ সালে আন্তর্জাতিক ট্রান্সফার ফি থেকে তাদের আয় হয়েছে প্রায় ১.২৮ বিলিয়ন পাউন্ড, যা ফুটবল বাণিজ্যের শক্ত ভিতের ইঙ্গিত দেয়।
ফিফার প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৫ সালে পুরুষ, নারী এবং অ্যামেচার ফুটবল মিলিয়ে মোট ৮৬ হাজারের বেশি আন্তর্জাতিক খেলোয়াড় ট্রান্সফার সম্পন্ন হয়েছে—যা সর্বকালের সর্বোচ্চ সংখ্যা।
নারী ফুটবলও এই উত্থানের বাইরে নয়। ২০২৫ সালে নারীদের আন্তর্জাতিক ফুটবল ট্রান্সফারে ব্যয় হয়েছে প্রায় ২০.৭৪ মিলিয়ন পাউন্ড, যা আগের বছরের তুলনায় ৮০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। এতে স্পষ্ট, বিশ্ব ফুটবলে নারীদের বাজারও দ্রুত সম্প্রসারিত হচ্ছে।
ফিফার মতে, এই পরিসংখ্যান বিশ্ব ফুটবলের বাণিজ্যিক সম্প্রসারণ, ক্লাবগুলোর বাড়তে থাকা আর্থিক শক্তি এবং আন্তর্জাতিক ট্রান্সফার বাজারের গুরুত্বকে আরও জোরালোভাবে তুলে ধরছে।

