নীরবতাই যার সবচেয়ে বড় শক্তি, সেই খাবি লেম এবার আলোচনায় একেবারে ভিন্ন কারণে। হাস্যরসাত্মক ভিডিও নয়, বরং এক ঐতিহাসিক ব্যবসায়িক সিদ্ধান্তে বিশ্বজুড়ে শোরগোল ফেলে দিয়েছেন টিকটক সেনসেশন খাবি লেম।
মাত্র ২৬ বছর বয়সেই নিজের প্রতিষ্ঠিত কোম্পানি ‘স্টেপ ডিস্টিংটিভ লিমিটেড’ বিক্রি করেছেন তিনি। মার্কিন সংস্থা রিচ স্পার্কল হোল্ডিংসের সঙ্গে এই চুক্তির মূল্য প্রায় ৯০০ মিলিয়ন মার্কিন ডলার।
চুক্তি অনুযায়ী, আগামী ৩৬ মাস খাবি লেমের বিশ্বব্যাপী সব বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার একচেটিয়া অধিকার থাকবে রিচ স্পার্কলের হাতে। তবে কোম্পানি বিক্রি করলেও পুরোপুরি নিয়ন্ত্রণ ছাড়ছেন না খাবি লেম। নতুন হোল্ডিং কোম্পানির উল্লেখযোগ্য শেয়ার এখনো তার কাছেই রয়েছে।
সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, খাবি লেমের একটি এআই টুইন বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডিজিটাল সংস্করণ তৈরি করা হচ্ছে। এই এআই খাবি ২৪ ঘণ্টা সক্রিয় থাকবে এবং বিভিন্ন ভাষায় ভক্তদের সঙ্গে যোগাযোগ ও লাইভ স্ট্রিম করতে পারবে।
বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ খাবি লেমের জনপ্রিয়তাকে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে নিয়ে যাবে। লক্ষ্য বছরে ৪ বিলিয়ন ডলারের বেশি পণ্য ও সেবা বিক্রি করা। সৌন্দর্যপণ্য, সুগন্ধি ও পোশাক খাতে বড় ব্র্যান্ড কোলাবরেশনের পরিকল্পনাও রয়েছে।

