চুল পড়া কমাতে আমলকির তেল কতটা কার্যকর? বিশেষজ্ঞদের মত

Published By: Khabar India Online | Published On:

চুল পড়া—এই একটি সমস্যাই আজকাল বহু মানুষের রাতের ঘুম কেড়ে নিচ্ছে। ঠিক সেই কারণেই বারবার উঠে আসে একটি প্রশ্ন, আমলকির তেল কি সত্যিই চুল পড়া কমাতে পারে?

আমলকির তেলে রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টিফাঙ্গাল গুণ, যা মাথার ত্বককে পরিষ্কার ও সুস্থ রাখতে সাহায্য করে। নিয়মিত ব্যবহার করলে এটি খুশকি ও স্কাল্প ইনফেকশনের কারণে হওয়া চুল পড়া কিছুটা কমাতে পারে বলে মনে করা হয়।

অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ আমলকির তেল চুলের ফলিকলের উপর চাপ কমাতে সাহায্য করে। এর ফলে চুল ভাঙা ও দুর্বল হয়ে পড়ার প্রবণতা হ্রাস পেতে পারে। তবে মনে রাখতে হবে, আমলকির তেল চুল পড়া পুরোপুরি বন্ধ করে—এমন শক্ত বৈজ্ঞানিক প্রমাণ এখনও সীমিত।

এই তেল চুলের গোড়ায় পুষ্টি জোগায় এবং শুষ্কতা দূর করে। নিয়মিত ম্যাসাজ করলে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ে, যা চুলের স্বাভাবিক বৃদ্ধি প্রক্রিয়াকে সহায়তা করে।

আমলকির আরেকটি পরিচিত গুণ হলো অকাল চুল পাকা রোধে সহায়তা করা। এতে থাকা প্রাকৃতিক উপাদান চুলের রং ধরে রাখতে সাহায্য করতে পারে বলে অনেকে বিশ্বাস করেন।

সব মিলিয়ে বলা যায়, আমলকির তেল চুলের যত্নে উপকারী হলেও এটি কোনও জাদুকরি সমাধান নয়। সঠিক ডায়েট, জীবনযাপন ও প্রয়োজনে চিকিৎসকের পরামর্শের সঙ্গে ব্যবহার করলেই ভালো ফল মিলতে পারে।