অনুরাগীদের অপেক্ষার অবসান, ছোট ছেলের নাম জানালেন ভারতী

Published By: Khabar India Online | Published On:

অবশেষে জল্পনার অবসান। দ্বিতীয় সন্তানের নাম কী—এই প্রশ্নেই মুখিয়ে ছিলেন অনুরাগীরা। জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং নিজেই সামাজিক মাধ্যমে জানিয়ে দিলেন তাঁর ছোট ছেলের নাম।

ভারতী সিং ও হর্ষ লিম্বাচিয়া দম্পতির ঘরে এসেছে নতুন অতিথি। দ্বিতীয় পুত্রসন্তানের নাম রাখা হয়েছে যশবীর। সংস্কৃত ‘যশ’ ও ‘বীর’ শব্দের মিলনে তৈরি এই নামের অর্থ সাহসী বা বিখ্যাত যোদ্ধা। বড় ছেলে লক্ষ্যের (ডাকনাম গোলা) পর ছোট সন্তানের জন্যও অর্থবহ নামই বেছে নিয়েছেন তারকা দম্পতি।

ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে দেখা যায়, হর্ষের কোলে বড় ছেলে লক্ষ্য এবং ভারতীর কোলে আদরে ঘুমোচ্ছে ছোট্ট যশবীর। ছবি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছায় ভরে উঠেছে কমেন্ট বক্স।

ভারতী জানিয়েছেন, যশবীর তার অফিশিয়াল নাম হলেও আদর করে তাকে ‘কাজু’ বলে ডাকবেন তাঁরা। আগের মতোই এই ডাকনাম নিয়েও শুরু হয়েছে আলোচনা।

দ্বিতীয়বার মা হওয়ার অভিজ্ঞতা ভারতীর জন্য ছিল কিছুটা আলাদা। জানা গেছে, তিনি কন্যাসন্তানের আশা করেছিলেন। তবে নতুন অতিথিকে কাছে পেয়ে সব মনখারাপ এখন আনন্দে বদলে গেছে।

সন্তান জন্মের কয়েকদিনের মধ্যেই কাজে ফিরে প্রশংসা কুড়িয়েছেন ভারতী। প্রসবের সময় হঠাৎ ওয়াটার ব্রেকসহ কিছু জটিলতার কথাও তিনি শেয়ার করেছেন। বর্তমানে মা ও ছেলে দুজনেই সুস্থ রয়েছেন এবং বাড়িতেই সময় কাটাচ্ছেন।