বিজাপুরের জঙ্গলে গুলির লড়াই, নিরাপত্তাবাহিনীর অভিযানে বড় সাফল্য

Published By: Khabar India Online | Published On:

ছত্তীসগঢ়ের বিজাপুরে আবারও উত্তপ্ত হয়ে উঠল জঙ্গল এলাকা। বৃহস্পতিবার সকালে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই মাওবাদীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, মাওবাদী দমনের অংশ হিসেবে চলছিল তল্লাশি অভিযান। সেই সময় গোপন সূত্রে খবর আসে, বিজাপুর জেলার দক্ষিণ প্রান্তের একটি জঙ্গলে মাওবাদীদের একটি দল জমায়েত করেছে। খবর পেয়েই ডিস্ট্রিক্ট রিজ়ার্ভ গার্ড (ডিআরজি) এবং পুলিশের যৌথবাহিনী ওই এলাকায় অভিযান শুরু করে।

সকাল প্রায় ৭টা নাগাদ মাওবাদীরা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় নিরাপত্তারক্ষীরাও। কিছুক্ষণ ধরে দু’পক্ষের মধ্যে তীব্র গুলির লড়াই চলে। সংঘর্ষ শেষে এলাকা থেকে দুই মাওবাদীর দেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, নিহত মাওবাদীদের কাছ থেকে একটি একে-৪৭ রাইফেল, একটি ৯ এমএম পিস্তল এবং বিস্ফোরক বাজেয়াপ্ত হয়েছে। এলাকায় আরও মাওবাদী লুকিয়ে থাকার আশঙ্কায় জঙ্গলজুড়ে তল্লাশি অভিযান চলছে। নিহতরা কোন সংগঠনের সদস্য, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখযোগ্য ভাবে, চলতি মাসের শুরুতেই বিজাপুরে ৫২ জন মাওবাদী আত্মসমর্পণ করেছিলেন। গত কয়েক বছরে ছত্তীসগঢ়ে মাওবাদী দমন অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ। প্রশাসনের দাবি, ধারাবাহিক অভিযানের ফলে মাওবাদী সংগঠনগুলি ক্রমেই দুর্বল হয়ে পড়ছে।