তৈমুরের জন্মের সময় পাশে ছিলেন না সাইফ? আক্ষেপে মুখ খুললেন কারিনা

Published By: Khabar India Online | Published On:

বলিউডের ঝলমলে দাম্পত্যের আড়ালে যে ছোট ছোট আক্ষেপ লুকিয়ে থাকে, তা অনেক সময় প্রকাশ্যে আসে না। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই নীরব কষ্টের কথাই সামনে আনলেন কারিনা কাপুর

কারিনা জানান, তাদের প্রথম সন্তান তৈমুর আলি খান-এর জন্মের সময় এক মুহূর্তের জন্যও পাশে পাননি স্বামী সাইফ আলি খান। মা হওয়ার সেই সংবেদনশীল সময়ে স্বামীর অনুপস্থিতি আজও তাঁর মনে আক্ষেপ হয়ে রয়ে গেছে।

কারিনার কথায়, ভাই রণবীর কাপুর-এর অভিজ্ঞতার সঙ্গে নিজের অভিজ্ঞতার তুলনা করলেই কষ্টটা আরও গভীর হয়। রণবীর নাকি তাঁর কন্যা রাহা কাপুর-এর জন্মের সময় টানা এক সপ্তাহ হাসপাতালে ছিলেন স্ত্রী আলিয়া ভাট-এর পাশে। সেই গল্প শুনেই কারিনার কণ্ঠে ঝরে পড়ে চাপা অভিমান।

তবে এই এক মুহূর্তের অনুপস্থিতি সাইফের বাবা হিসেবে ভূমিকার উপর কোনো প্রভাব ফেলেনি বলেই জানান কারিনা। তাঁর মতে, বাবা হিসেবে সাইফ শান্ত, ধীরস্থির এবং ভীষণ যত্নশীল।

কারিনা আরও বলেন, শুধু তৈমুর ও জেহ আলি খান নয়, আগের সংসারের সন্তান সারা আলি খানইব্রাহিম আলি খান-এর প্রতিও সমান দায়িত্ববান সাইফ। সন্তানদের আগলে রাখা, আবদার পূরণ—সবেতেই তিনি নিবেদিতপ্রাণ।