হঠাৎ করেই যেন সংগীতপ্রেমীদের মনে ঝড় তুলে দিলেন অরিজিৎ সিং। দুই দশকের সফল ক্যারিয়ারের মাঝপথে দাঁড়িয়ে সিনেমার গান বা প্লে-ব্যাক সিংগিং থেকে সরে যাওয়ার ঘোষণা করলেন বলিউডের এই জনপ্রিয় শিল্পী।
বাংলা ও হিন্দি—দুই ভাষাতেই যাঁর কণ্ঠে মুগ্ধ কোটি শ্রোতা, সেই অরিজিতের এই সিদ্ধান্ত সহজে মেনে নিতে পারছেন না ভক্তরা। তবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ নিজের সিদ্ধান্তের কারণ স্পষ্ট করেছেন শিল্পী নিজেই।
অরিজিতের কথায়, দীর্ঘদিন একই ধরনের কাজ করতে করতে তাঁর মধ্যে একঘেয়েমি চলে এসেছিল। তিনি লেখেন, বহুদিন ধরেই এই সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছিলেন, কিন্তু সাহস পাচ্ছিলেন না। এবার সেই সাহসটাই জুগিয়েছে নতুন ধরনের সঙ্গীত খোঁজার তাগিদ।
শুধু একঘেয়েমি নয়, এই সিদ্ধান্তের পিছনে রয়েছে আরও এক মহৎ উদ্দেশ্য। অরিজিৎ চান নতুন প্রজন্মের শিল্পীরা আরও বেশি সুযোগ পাক। তিনি জানিয়েছেন, নতুনদের গান শুনতেই এখন তিনি বেশি আগ্রহী এবং তাঁদের থেকেই অনুপ্রেরণা নিতে চান।
২০১০ সালে তেলুগু ছবি ‘কেডি’-র মাধ্যমে সিনেমার জগতে পা রাখেন অরিজিৎ সিং। বলিউডে তাঁর উত্থান ‘মার্ডার ২’ ছবির হাত ধরে হলেও, ২০১৩ সালের ‘আশিকী ২’ তাঁকে রাতারাতি সুপারস্টারে পরিণত করে। প্রায় ২০ বছর ধরে সিনেমার গানে রাজত্ব করলেও, সংগীত থেকে পুরোপুরি বিদায় নয়—নতুন ঘরানার মিউজিক নিয়ে পরীক্ষা-নিরীক্ষার জন্যই এই বিরতি।

