বারামতীতে বুধবার সকালে যা ঘটল, তা এখনও বিশ্বাস করতে পারছেন না প্রত্যক্ষদর্শীরা। অবতরণের মুহূর্তেই প্রায় ১০০ ফুট উপর থেকে আছড়ে পড়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের চার্টার্ড বিমান। মুহূর্তের মধ্যেই একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা।
প্রাথমিক তথ্য অনুযায়ী, মুম্বই থেকে বারামতী যাচ্ছিল একটি মাঝারি মাপের চার্টার্ড বিমান। সেটি ছিল লিয়ারজেট ৪৫ মডেলের ‘ভিটি-এসএসকে’। বুধবার সকালে বারামতী বিমানবন্দরে প্রথমবার অবতরণের চেষ্টা ব্যর্থ হয়। এরপর পাইলট দ্বিতীয়বার ল্যান্ডিংয়ের চেষ্টা করেন। ঠিক সেই সময়েই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।
এক প্রত্যক্ষদর্শীর কথায়, দ্বিতীয়বার নামার সময় বিমানটি খুব দ্রুত গতিতে নিচে নামছিল। তখনই আশঙ্কা তৈরি হয় যে কিছু একটা ভুল হতে চলেছে। কয়েক সেকেন্ডের মধ্যেই বিমানটি মাটিতে আছড়ে পড়ে। এরপর চার থেকে পাঁচটি বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে এবং কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ।
বিমানে অজিত পাওয়ার ছাড়াও আরও চার জন ছিলেন। তাঁদের মধ্যে দু’জন নিরাপত্তারক্ষী এবং দু’জন বিমানকর্মী। অসামরিক বিমান পরিবহণ নিয়ামক সংস্থা জানিয়েছে, এই মর্মান্তিক দুর্ঘটনায় পাঁচ জনেরই মৃত্যু হয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয় মানুষজন ছুটে এলেও প্রবল আগুনের কারণে উদ্ধারকাজে সমস্যা হয়। প্রশাসন ও দমকল বাহিনী পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

