বিয়ের গুঞ্জন কাটিয়ে নতুন সিনেমার পথে বিজয়-রাশমিকা

Published By: Khabar India Online | Published On:

গুঞ্জন থামছেই না—ব্যক্তিগত জীবন থেকে পেশাদার কাজ, সব দিক থেকেই আলোচনার কেন্দ্রে দক্ষিণের জনপ্রিয় তারকা যুগল। বিয়ের জল্পনার মাঝেই এবার সামনে এলো নতুন খবর, আবারও একসঙ্গে বড় পর্দায় ফিরছেন Vijay DeverakondaRashmika Mandanna

গত সোমবার ঘোষণা হয়েছে বিজয় দেবেরাকোন্ডার নতুন সিনেমা ‘রণবালী’। এই ছবির মুখ্য নারী চরিত্রে দেখা যাবে রাশমিকা মান্দানাকে। ফলে দীর্ঘদিন পর ফের একসঙ্গে পর্দায় দেখা যাবে এই হিট জুটিকে। এর আগে ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’-এ তাদের রসায়ন দর্শকদের দারুণভাবে মুগ্ধ করেছিল।

এই সিনেমার পরিচালনার দায়িত্বে রয়েছেন Rahul Sankrityan। বিজয়ের সঙ্গে এটি তাঁর দ্বিতীয় কাজ; এর আগে দু’জন একসঙ্গে ‘ট্যাক্সিওয়ালা’ ছবিতে কাজ করেছিলেন।

‘রণবালী’ প্রযোজনা করছে Mythri Movie Makers। সংগীত পরিচালনায় থাকছেন জনপ্রিয় দ্বৈত শিল্পী Ajay-Atul, টি-সিরিজ ব্যানারে।

উনিশ শতকের ভারতের বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তৈরি হচ্ছে এই ছবি। ১৮৫৪ থেকে ১৮৭৮ সালের সময়কালের ব্রিটিশ বিরোধী আন্দোলনের পটভূমিতে সাজানো হয়েছে গল্প। নাম ঘোষণার সঙ্গে প্রকাশিত টিজারে ব্রিটিশ শাসনের নির্মমতা ও সাধারণ মানুষের দুর্ভোগের চিত্র স্পষ্টভাবে ফুটে উঠেছে।

সব মিলিয়ে, ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জনের মাঝেই পেশাদার জীবনে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন বিজয়-রাশমিকা—এমনটাই মনে করছেন অনুরাগীরা।

প্রশ্ন ও উত্তর 

Q1. ‘রণবালী’ সিনেমায় কারা অভিনয় করছেন?
উত্তর: প্রধান চরিত্রে অভিনয় করছেন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা।

Q2. সিনেমাটির পরিচালক কে?
উত্তর: ছবিটি পরিচালনা করছেন রাহুল সংকৃতিয়ান।

Q3. ‘রণবালী’ কোন সময়ের গল্প নিয়ে তৈরি?
উত্তর: ১৮৫৪ থেকে ১৮৭৮ সালের ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে।

Q4. সিনেমাটির প্রযোজনা সংস্থা কোনটি?
উত্তর: মৈত্রী মুভি মেকারস প্রযোজনা করছে ‘রণবালী’।

Q5. এই ছবিতে সংগীত পরিচালনার দায়িত্বে কে?
উত্তর: অজয়-অতুল জুটি ছবিটির সংগীত পরিচালনা করছেন।