শোবিজ তারকাদের ব্যক্তিগত জীবন মানেই ভক্তদের বাড়তি কৌতূহল। বিশেষ করে বিয়ের খবর নিয়ে আগ্রহের শেষ নেই। ঠিক এমন সময়েই নিজের বিয়ে নিয়ে একেবারে স্পষ্ট অবস্থান জানালেন জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল।
সম্প্রতি সহকর্মী রাফসান ও জেফারের বিয়েতে হাসিখুশি মেজাজে উপস্থিত ছিলেন সুনেরাহ। বন্ধুদের বিয়েতে আনন্দে মেতে উঠলেও নিজের বিয়ে নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই বলেই জানালেন তিনি।
এক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিয়ে প্রসঙ্গে প্রশ্ন করা হলে অভিনেত্রী হেসে বলেন, বিয়ের কোনো ভাবনাই এখনো শুরু করেননি তিনি। যা নিয়ে ভাবনাই হয়নি, তা নিয়ে মন্তব্য করারও প্রয়োজন নেই—এমনটাই স্পষ্ট করেন সুনেরাহ।
বন্ধুদের বিয়েতে সরব উপস্থিতি নিয়ে তিনি জানান, কাছের মানুষদের সুখী দেখতে তিনি ভালোবাসেন। পরিবার কিংবা বন্ধুদের গুরুত্বপূর্ণ মুহূর্তে পাশে থাকতে পারাই তার কাছে আনন্দের।
বর্তমানে অভিনয় ও ক্যারিয়ার নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন এই গ্ল্যামার কন্যা। আপাতত সংসারী হওয়ার কোনো ইচ্ছা নেই বললেই চলে। ভক্তদের উদ্দেশে তার বার্তা—সময় এলেই সব জানা যাবে, এখন কাজ দিয়েই দর্শকের হৃদয়ে জায়গা করে নিতে চান তিনি।
প্রশ্ন ও উত্তর
১. সুনেরাহ কি শিগগিরই বিয়ে করছেন?
না, আপাতত তার বিয়ের কোনো পরিকল্পনা নেই।
২. কেন এখন বিয়ে নিয়ে ভাবছেন না তিনি?
কারণ তিনি এখন ক্যারিয়ার ও অভিনয়ে বেশি মনোযোগী।
৩. বন্ধুদের বিয়েতে কেন এত সক্রিয় থাকেন সুনেরাহ?
কাছের মানুষদের সুখী দেখতে তিনি আনন্দ পান।
৪. ভক্তদের জন্য সুনেরাহ কী বার্তা দিয়েছেন?
সময় হলেই সবাই সব জানতে পারবেন বলে জানিয়েছেন তিনি।
৫. বর্তমানে কোন বিষয়ে ব্যস্ত অভিনেত্রী?
নিজের অভিনয় ও পেশাগত কাজ নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন।

