ঢালিউডে নেমে এলো শোকের ছায়া, ইলিয়াস জাভেদকে হারিয়ে আবেগঘন বার্তা শাকিব খানের

Published By: Khabar India Online | Published On:

হঠাৎ করেই যেন থেমে গেল ঢালিউডের এক রঙিন অধ্যায়। পর্দার আলোঝলমলে নাচ আর অভিনয়ের মায়া ছড়িয়ে যিনি দর্শকদের মুগ্ধ করেছিলেন, সেই কিংবদন্তি অভিনেতা ও কালজয়ী নৃত্যশিল্পী ইলিয়াস জাভেদ আর নেই। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই শেষে ৮২ বছর বয়সে তিনি প্রয়াত।

তার বিদায়ে বাংলা চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। ষাট ও সত্তরের দশকে নিজের ব্যতিক্রমী নৃত্যশৈলী দিয়ে ঢালিউডে নতুন মাত্রা যোগ করেছিলেন ইলিয়াস জাভেদ। ‘নিশান’, ‘নরম গরম’, ‘তিন রাজকন্যা’র মতো জনপ্রিয় সিনেমায় তার উপস্থিতি আজও দর্শকের মনে গেঁথে আছে।

এই বর্ষীয়ান শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি ইলিয়াস জাভেদকে ‘অভিভাবকতুল্য মানুষ’ হিসেবে উল্লেখ করেন। শাকিবের ভাষায়, তিনি শুধু একজন অভিনেতা নন, বরং পুরো চলচ্চিত্র পরিবারের জন্য ছিলেন অনুপ্রেরণার উৎস।

শাকিব খান আরও বলেন, শারীরিকভাবে তিনি আমাদের ছেড়ে চলে গেলেও তার সৃষ্টিকর্ম ও অবদান তাকে চিরকাল অমর করে রাখবে। প্রজন্মের পর প্রজন্ম তার কাজ থেকে অনুপ্রেরণা নেবে।

ইলিয়াস জাভেদের প্রয়াণে শোকস্তব্ধ গোটা চলচ্চিত্র পরিবার। ঢালিউড হারাল এক উজ্জ্বল নক্ষত্র, যিনি পর্দার বাইরে গিয়েও থেকে যাবেন দর্শকের হৃদয়ে।

প্রশ্ন ও উত্তর  


১) ইলিয়াস জাভেদ কীভাবে মারা যান?
দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই শেষে তিনি মৃত্যুবরণ করেন।

২) মৃত্যুকালে তার বয়স কত ছিল?
মৃত্যুকালে তার বয়স ছিল ৮২ বছর।

৩) কোন কারণে ইলিয়াস জাভেদ ঢালিউডে বিশেষভাবে পরিচিত?
তার অভিনয়ের পাশাপাশি অসাধারণ নৃত্যশৈলীর জন্য তিনি আলাদাভাবে পরিচিত ছিলেন।

৪) তার মৃত্যুতে শাকিব খান কী প্রতিক্রিয়া জানিয়েছেন?
শাকিব খান তাকে অভিভাবকতুল্য মানুষ হিসেবে উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেছেন।

৫) ইলিয়াস জাভেদের কোন কোন সিনেমা সবচেয়ে জনপ্রিয়?
‘নিশান’, ‘নরম গরম’ ও ‘তিন রাজকন্যা’ তার উল্লেখযোগ্য সিনেমা।