সময় বদলালেও আবেদন অটুট, নতুন লুকে জয়া

Published By: Khabar India Online | Published On:

এক ঝলকেই নজর কাড়লেন তিনি—নতুন লুকে ফের আলোচনার কেন্দ্রে জয়া আহসান। অভিনয় আর ব্যক্তিত্বের মেলবন্ধনে দুই বাংলায় যিনি বরাবরই ব্যতিক্রম, সোশ্যাল মিডিয়ায় তাঁর সাম্প্রতিক ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।

সম্প্রতি নিজের সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করেন জয়া। ছবিতে তাঁকে দেখা যায় নীল রঙের কারুকাজ করা ব্লাউজ ও গাঢ় গোলাপি পাড়ের শাড়িতে। সঙ্গে ভারী গয়না, নাকে বড় নথ আর কপালের টিকলি—সব মিলিয়ে এক অনন্য আভিজাত্য। ট্র্যাডিশনাল সাজেও যে আধুনিক আবেদন ফুটে উঠতে পারে, সেই প্রমাণই যেন দিলেন তিনি।

পুরনো বাড়ি বা ঐতিহ্যবাহী স্থাপত্যের পটভূমিতে নানা ভঙ্গিতে পোজ দিয়েছেন জয়া। ছবি প্রকাশের পর থেকেই ভক্তদের মন্তব্যে ভরে যায় কমেন্ট বক্স। অনেকেই লিখেছেন, সময় বদলালেও জয়ার আবেদন একই রয়ে গেছে। কেউ কেউ আবার বলছেন, এই লুকে তাঁর বয়সের ছাপও নাকি খানিকটা ধরা পড়েছে।

এদিকে বড় পর্দায় জয়ার প্রত্যাবর্তনের অপেক্ষাও শেষ হতে চলেছে। তাঁর অভিনীত মনস্তাত্ত্বিক থ্রিলার ছবি ওসিডি মুক্তি পাচ্ছে আগামী ৬ ফেব্রুয়ারি। নির্মাতা সৌকর্য ঘোষালের এই ছবিতে জয়া অভিনয় করেছেন ‘শ্বেতা’ নামের এক চিকিৎসকের চরিত্রে। ট্রমা ও সামাজিক টানাপোড়েনের জটিল গল্প ঘিরে তৈরি এই সিনেমা নিয়ে দুই বাংলাতেই আগ্রহ তুঙ্গে।

প্রশ্ন ও উত্তর  


১) জয়া আহসানের নতুন লুক কেন ভাইরাল?
ব্যতিক্রমী শাড়ি, ভারী গয়না ও ক্লাসিক স্টাইলের জন্য।

২) এই লুকে কী ধরনের পোশাক পরেছেন জয়া?
নীল ব্লাউজ ও গাঢ় গোলাপি পাড়ের শাড়ি।

৩) ভক্তদের প্রতিক্রিয়া কেমন?
অধিকাংশই প্রশংসা করেছেন তাঁর আভিজাত্য নিয়ে।

৪) জয়ার নতুন ছবি কবে মুক্তি পাচ্ছে?
৬ ফেব্রুয়ারি।

৫) ‘ওসিডি’ ছবিতে জয়ার চরিত্র কী?
তিনি ‘শ্বেতা’ নামের এক চিকিৎসকের ভূমিকায়।