শুল্ক রাজনীতিতে নতুন ঝড়, ফ্রান্সকে নিশানা করলেন ডোনাল্ড ট্রাম্প

Published By: Khabar India Online | Published On:

হঠাৎ করেই আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনার ঢেউ। ফ্রান্সের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump। ফরাসি ওয়াইন ও শ্যাম্পেনকে লক্ষ্য করে দেওয়া এই হুমকি ঘিরে শুরু হয়েছে তীব্র কূটনৈতিক বিতর্ক।

গাজা পুনর্গঠনের জন্য যুক্তরাষ্ট্র প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’-এ যোগদানের বিষয়ে অনাগ্রহ দেখিয়েছে ফ্রান্স। এই ইস্যুতেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ট্রাম্প। তাঁর দাবি, ফ্রান্স যদি ওই বোর্ডে যোগ না দেয়, তাহলে বাণিজ্যিক ক্ষেত্রে কড়া শাস্তি দেওয়া হবে।

ট্রাম্প সরাসরি বলেন, ফরাসি ওয়াইন ও শ্যাম্পেনের ওপর ২০০ শতাংশ শুল্ক বসানো হবে। এতে করে ফরাসি অর্থনীতিতে বড় ধাক্কা লাগতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকেরা। যদিও ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, বোর্ডে যোগ দেওয়া বাধ্যতামূলক নয়, তবে শুল্কের হুমকি থেকেই যাচ্ছে।

এদিকে ফরাসি প্রেসিডেন্ট Emmanuel Macron-এর পাঠানো একটি ব্যক্তিগত বার্তা নিজের সামাজিক মাধ্যম Truth Social-এ প্রকাশ করেছেন ট্রাম্প। ওই বার্তায় ইরান ও সিরিয়া ইস্যুতে একমত হলেও গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের অতিরিক্ত আগ্রহ ‘বুঝতে পারছেন না’ বলে উল্লেখ করেন ম্যাক্রোঁ।

গ্রিনল্যান্ড প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট যে ব্যাখ্যা দিয়েছেন, তা নিয়েও ব্যঙ্গ করেছে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের মতে, ভবিষ্যৎ ঝুঁকির অজুহাতে আগাম ক্ষতি ডেকে আনার মতো আচরণ করছেন ট্রাম্প।

ফ্রান্সের কূটনৈতিক মহলে এই শুল্ক হুমকিকে ‘অগ্রহণযোগ্য’ ও ‘অকার্যকর’ বলে মন্তব্য করা হয়েছে। তাদের দাবি, পররাষ্ট্রনীতিতে চাপ তৈরি করতে শুল্ক ব্যবহার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সব মিলিয়ে গাজা, গ্রিনল্যান্ড ও বাণিজ্য—এই তিন ইস্যু ঘিরে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের সম্পর্ক যে আরও জটিল পথে হাঁটছে, তা স্পষ্ট।

প্রশ্ন ও উত্তর 

প্রশ্ন ১: ট্রাম্প কেন ফ্রান্সের ওপর শুল্কের হুমকি দিলেন?
উত্তর: গাজা পুনর্গঠনে প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’-এ ফ্রান্সের অনাগ্রহের কারণেই এই হুমকি।

প্রশ্ন ২: কোন পণ্যের ওপর ২০০ শতাংশ শুল্কের কথা বলা হয়েছে?
উত্তর: ফরাসি ওয়াইন ও শ্যাম্পেনের ওপর।

প্রশ্ন ৩: ম্যাক্রোঁ কী প্রতিক্রিয়া জানিয়েছেন?
উত্তর: ব্যক্তিগত বার্তায় তিনি গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের অবস্থান বুঝতে পারছেন না বলে জানান।

প্রশ্ন ৪: গ্রিনল্যান্ড নিয়ে বিতর্কের কারণ কী?
উত্তর: যুক্তরাষ্ট্রের দাবি, আর্কটিকে রাশিয়ার সম্ভাব্য হুমকির কারণে আগাম সতর্কতা প্রয়োজন।

প্রশ্ন ৫: এই শুল্ক হুমকির বাস্তব প্রভাব কী হতে পারে?
উত্তর: ফ্রান্স-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্কে বড় ধরনের টানাপোড়েন তৈরি হতে পারে।