ফের আলোচনার কেন্দ্রে বুবলী, দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জনে তোলপাড়

Published By: Khabar India Online | Published On:

হঠাৎ করেই ঢালিউডে নতুন এক গুঞ্জন, আর তাতেই আবার আলোচনার শীর্ষে উঠে এলেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। কোনো নতুন সিনেমা নয়, বরং তার ব্যক্তিগত জীবন ঘিরেই এখন শোবিজে উত্তেজনা। নেটিজেনদের দাবি, বুবলী নাকি দ্বিতীয়বার মা হতে চলেছেন।

প্রথম সন্তান বীরের জন্মের কয়েক বছর না যেতেই এই গুঞ্জন ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে কৌতূহল বেড়েছে দর্শকমহলে। গত বছরের শেষদিকে প্রাক্তন স্বামী ও ঢালিউড সুপারস্টার শাকিব খান-এর সঙ্গে যুক্তরাষ্ট্রে বেশ কিছু সময় কাটান বুবলী। সঙ্গে ছিল তাদের পুত্র শেহজাদ খান বীর। সেখান থেকে দেশে ফেরার পরই শুরু হয় নানা জল্পনা।

সম্প্রতি এক অনুষ্ঠানে সাদা রঙের পোশাকে হাজির হয়ে আরও আলোচনার জন্ম দেন এই নায়িকা। তার চলাফেরা ও শারীরিক গঠনে পরিবর্তন দেখে অনেকেই সামাজিক মাধ্যমে অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়াতে শুরু করেন।

তবে সরাসরি প্রশ্নের মুখে কৌশলী জবাব দিয়েছেন বুবলী। তিনি জানান, ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষের আগ্রহ স্বাভাবিক, কিন্তু সব বিষয়ের জন্য আলাদা সময় ও পরিবেশ থাকা প্রয়োজন। উৎসবের মঞ্চে দাঁড়িয়ে এ নিয়ে কথা বলতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন না বলেও জানান।

এদিকে নিজের বক্তব্য না নিয়েই নানা মন্তব্য ছড়ানো হচ্ছে বলেও আক্ষেপ করেন বুবলী। তার মতে, শুটিং ব্যস্ততার কারণে সবসময় ফোন ধরা সম্ভব না হলেও অন্তত বার্তা পাঠিয়ে মতামত নেওয়া উচিত। এই নীরবতা ও সংযত অবস্থানই আপাতত বুবলীর অন্তঃসত্ত্বা গুঞ্জনকে আরও রহস্যময় করে তুলেছে।

প্রশ্ন ও উত্তর 

প্রশ্ন ১: বুবলী কি সত্যিই অন্তঃসত্ত্বা?
উত্তর: এ বিষয়ে বুবলী এখনো সরাসরি কিছু নিশ্চিত করেননি।

প্রশ্ন ২: গুঞ্জনের সূত্রপাত কোথা থেকে?
উত্তর: যুক্তরাষ্ট্র সফর ও সাম্প্রতিক অনুষ্ঠানে তার উপস্থিতি থেকেই জল্পনা শুরু।

প্রশ্ন ৩: এ নিয়ে বুবলীর প্রতিক্রিয়া কী?
উত্তর: তিনি বিষয়টি ব্যক্তিগত বলে এড়িয়ে গেছেন।

প্রশ্ন ৪: শাকিব খানের সঙ্গে কি এ বিষয়ে কোনো মন্তব্য এসেছে?
উত্তর: এখন পর্যন্ত শাকিব খানের পক্ষ থেকেও কোনো মন্তব্য নেই।

প্রশ্ন ৫: নেটিজেনদের আগ্রহকে বুবলী কীভাবে দেখছেন?
উত্তর: তিনি মানুষের কৌতূহলকে সম্মান করেন বলে জানিয়েছেন।