বিশ্বকাপের মঞ্চে নামার আগেই যেন দুঃসংবাদের ছায়া দক্ষিণ আফ্রিকা শিবিরে। দলের প্রস্তুতিতে বড় ধাক্কা দিয়ে চোটে পড়েছেন Donovan Ferreira। এসএ টোয়েন্টির একটি ম্যাচেই বদলে যেতে পারে অনেক হিসাব।
প্রিটোরিয়া ক্যাপিটালসের বিপক্ষে জোবার্গ সুপার কিংসের ম্যাচে কাভার বাউন্ডারিতে ফিল্ডিং করার সময় দুর্ঘটনাটি ঘটে। নিশ্চিত চার বাঁচাতে গিয়ে ঝাঁপ দেন ফেরেইরা, কিন্তু পড়ে গিয়ে বাঁ কাঁধে মারাত্মক চোট পান। অস্বস্তি নিয়েই মাঠ ছাড়তে হয় তাকে।
পরে ব্যাট করতে নামলেও এক বল খেলেই তীব্র যন্ত্রণায় রিটায়ার্ড আউট হন তিনি। ম্যাচ শেষে স্ক্যান করানোর পর জানা যায়, তার কাঁধের হাড়ে ফাটল ধরেছে। ফলে চলতি এসএ টোয়েন্টিতে আর খেলা হচ্ছে না এই অলরাউন্ডারের।
এই চোটের প্রভাব পড়তে পারে ফেব্রুয়ারির বিশ্বকাপেও। একজন ফিনিশার ও ব্যাকআপ উইকেটকিপার হিসেবে তাকে স্কোয়াডে রেখেছিল South Africa national cricket team। এখন ফিটনেস নিয়ে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা।
২০২৪ সাল থেকে টি-টোয়েন্টি ক্রিকেটে ফেরেইরা ছিলেন দক্ষিণ আফ্রিকার এক্স-ফ্যাক্টর। ছয় বা সাত নম্বরে নেমে দ্রুত রান তোলা, প্রয়োজনে কিপিং করা এবং খণ্ডকালীন স্পিন—সব মিলিয়ে তিনি ছিলেন বিরল এক ত্রিমাত্রিক ক্রিকেটার। তাকে হারানো মানে বিশ্বকাপের আগে প্রোটিয়াদের বড় মাথাব্যথা।
প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ১: ডোনোভান ফেরেইরা কীভাবে চোট পেলেন?
উত্তর: বাউন্ডারি বাঁচাতে ফিল্ডিংয়ের সময় পড়ে গিয়ে বাঁ কাঁধে চোট পান তিনি।
প্রশ্ন ২: চোটের ধরন কী?
উত্তর: স্ক্যানে তার কাঁধের হাড়ে ফাটল ধরা পড়েছে।
প্রশ্ন ৩: তিনি কি এসএ টোয়েন্টিতে আর খেলবেন?
উত্তর: না, এই চোটের কারণে টুর্নামেন্টে আর খেলা হচ্ছে না তার।
প্রশ্ন ৪: বিশ্বকাপে তার খেলা কি নিশ্চিত?
উত্তর: এখনো নিশ্চিত নয়, ফিট হতে সময়ের সঙ্গে লড়াই করতে হবে তাকে।
প্রশ্ন ৫: দক্ষিণ আফ্রিকার জন্য এই চোট কতটা ক্ষতিকর?
উত্তর: খুবই ক্ষতিকর, কারণ তিনি ছিলেন দলের অন্যতম ফিনিশার ও বহুমুখী ক্রিকেটার।

