পর্ণশ্রী হত্যাকাণ্ডে চাঞ্চল্য, আয়ার স্বীকারোক্তিতে উঠে এল লোমহর্ষক তথ্য

Published By: Khabar India Online | Published On:

পর্ণশ্রীতে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। দূরদর্শন ও আকাশবাণীর প্রাক্তন শিল্পী ৬৪ বছরের অনিতা ঘোষকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে তাঁর পরিচারিকার বিরুদ্ধে। ঘটনায় গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পর্ণশ্রীর বেচারাম চ্যাটার্জি রোডের একটি আবাসনে পক্ষাঘাতগ্রস্ত স্বামী অরূপ ঘোষকে নিয়ে থাকতেন অনিতা। স্বামীর দেখভালের জন্য বাড়িতে আয়ার ব্যবস্থা ছিল। সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ ওই আয়া সঞ্জু সরকার কাজের বকেয়া টাকা চাইতে আসেন বলে অভিযোগ।

পুলিশের দাবি, টাকা দেওয়া নিয়ে বচসার পরই ছুরি নিয়ে অনিতার উপর হামলা চালান অভিযুক্ত। গাল ও পেটে একাধিক আঘাত করা হয়। আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে অনিতা গুরুতর জখম হন। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

জেরায় অভিযুক্ত সঞ্জু সরকার খুনের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে Kolkata Police। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, অনিতা অচৈতন্য হয়ে পড়ার পর তাঁর শরীর থেকে সোনার গয়না খুলে নেওয়া হয় এবং আলমারি থেকে নগদ টাকা লুট করা হয়।

চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে অভিযুক্তকে ধরে ফেলেন এবং পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহ উদ্ধার করে। ওই ফ্ল্যাটে সিসি ক্যামেরা না থাকায় নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। আবাসনের বাসিন্দাদের একাংশ মনে করছেন, ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে নজরদারি ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন।

এই ঘটনায় অনেকেই গত বছরের পঞ্চসায়রের বৃদ্ধা খুনের ঘটনার সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন। পর্ণশ্রী সহ গোটা দক্ষিণ কলকাতায় নতুন করে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

প্রশ্ন ও উত্তর 

Q1. কোথায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে?
A1. কলকাতার পর্ণশ্রীর বেচারাম চ্যাটার্জি রোডের একটি আবাসনে।

Q2. নিহত বৃদ্ধার পরিচয় কী?
A2. নিহতের নাম অনিতা ঘোষ, তিনি দূরদর্শন ও আকাশবাণীর প্রাক্তন শিল্পী।

Q3. অভিযুক্ত কে?
A3. অভিযুক্ত সঞ্জু সরকার, যিনি ওই বাড়িতে আয়ার কাজ করতেন।

Q4. কী কারণে এই খুন বলে পুলিশের ধারণা?
A4. কাজের বকেয়া টাকা নিয়ে বিবাদের জেরেই এই খুন বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।

Q5. পুলিশ কি অভিযুক্তকে গ্রেফতার করেছে?
A5. পুলিশ অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে এবং তদন্ত চলছে।