ওপেনএআই ও মাইক্রোসফটের বিরুদ্ধে ১৩৪ বিলিয়ন ডলার দাবি, আদালতে ইলন মাস্ক

Published By: Khabar India Online | Published On:

কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় হঠাৎ করেই তৈরি হয়েছে বড়সড় আলোড়ন। প্রযুক্তি উদ্যোক্তা Elon Musk ওপেনএআই ও মাইক্রোসফটের বিরুদ্ধে সর্বোচ্চ ১৩৪ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালতে মামলা করেছেন। এই দাবি ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক ও আইনি লড়াই।

আদালতে দাখিল করা নথিতে মাস্কের অভিযোগ, OpenAI–এর প্রাথমিক পর্যায়ে তার সহায়তা ও বিনিয়োগের কারণেই প্রতিষ্ঠানটি বিপুল আর্থিক সুবিধা পেয়েছে। তার হিসাব অনুযায়ী, ওপেনএআইয়ের এই সুবিধার পরিমাণ ৬৫.৫ বিলিয়ন থেকে ১০৯.৪ বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে।

একই সঙ্গে অভিযোগের তালিকায় রয়েছে Microsoft। মাস্কের দাবি, ওপেনএআইয়ের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে মাইক্রোসফটও ১৩.৩ বিলিয়ন থেকে ২৫.১ বিলিয়ন ডলার পর্যন্ত লাভ করেছে, যা তার অবদান ছাড়া সম্ভব হতো না।

মাস্কের প্রধান আইনজীবীর বক্তব্য, ওপেনএআইয়ের শুরুর দিনগুলোতে ইলন মাস্ক শুধু অর্থই দেননি, বরং নিজের সুনাম, দিকনির্দেশনা ও ব্যবসায়িক যোগাযোগ ব্যবহার করে প্রতিষ্ঠানটির ভিত্তি মজবুত করেছিলেন। তাই এসব ‘ভুলভাবে অর্জিত সুবিধা’ ফেরত পাওয়ার অধিকার তার রয়েছে বলে দাবি করা হয়েছে।

তবে ওপেনএআই এই অভিযোগ সরাসরি নাকচ করেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, মাস্কের দাবি গুরুত্বহীন এবং এটি তাদের বিরুদ্ধে হয়রানিমূলক প্রচেষ্টা মাত্র। মাইক্রোসফট এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

উল্লেখযোগ্যভাবে, ২০১৫ সালে ওপেনএআই প্রতিষ্ঠার সময় মাস্ক ছিলেন অন্যতম সহপ্রতিষ্ঠাতা এবং প্রায় ৩৮ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছিলেন। ২০১৮ সালে তিনি প্রতিষ্ঠানটি ছাড়েন এবং পরে এক্সএআই নামে প্রতিদ্বন্দ্বী এআই কোম্পানি গড়ে তোলেন।

ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডের একটি আদালত ইতিমধ্যে জানিয়েছে, এই মামলার বিচার জুরির মাধ্যমে হবে। সবকিছু ঠিক থাকলে আগামী এপ্রিলেই শুরু হতে পারে বহুল আলোচিত এই বিচার।

প্রশ্ন ও উত্তর  


১. ইলন মাস্ক কেন ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছেন?
মাস্কের অভিযোগ, তার প্রাথমিক অবদানের মাধ্যমে ওপেনএআই ও মাইক্রোসফট বিপুল আর্থিক লাভ করেছে।

২. ক্ষতিপূরণ দাবির পরিমাণ কত?
সর্বোচ্চ ১৩৪ বিলিয়ন ডলার।

৩. ওপেনএআই এই অভিযোগে কী বলেছে?
তারা দাবি প্রত্যাখ্যান করে একে হয়রানিমূলক প্রচেষ্টা বলেছে।

৪. মামলার বিচার কবে শুরু হতে পারে?
সম্ভাব্যভাবে আগামী এপ্রিল মাসে।

৫. জুরি যদি মাস্কের পক্ষে রায় দেয়, কী হতে পারে?
মাস্ক আর্থিক ও দণ্ডমূলক ক্ষতিপূরণসহ অন্যান্য নিষেধাজ্ঞা চাইতে পারেন।