বক্স অফিসে ধস, প্রত্যাশা পূরণে ব্যর্থ ‘দ্য রাজাসাব’

Published By: Khabar India Online | Published On:

শুরুর ঝলকানি যতটা উজ্জ্বল ছিল, বাস্তব চিত্রটা ঠিক ততটাই হতাশাজনক। মুক্তির প্রথম দিনেই রেকর্ড ওপেনিং দিলেও এক সপ্তাহের মাথায় বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে প্রভাস অভিনীত ‘দ্য রাজাসাব’।

‘বাহুবলী ২’-এর পর থেকে একের পর এক ব্যর্থ সিনেমা প্রভাসের ক্যারিয়ারে প্রশ্নচিহ্ন তৈরি করেছে। সেই ধারা ভাঙতেই হরর-কমেডি ঘরানার এই ছবির ওপর ভরসা করেছিলেন তিনি। পরিচালক মারুতির হাত ধরে প্রত্যাবর্তনের আশা থাকলেও, বাস্তবে তা পূরণ হয়নি।

গত শুক্রবার মুক্তি পাওয়া ‘দ্য রাজাসাব’ প্রথম দিনেই বিশ্বজুড়ে প্রায় ১০০ কোটি রুপির ওপেনিং দেয়। কিন্তু দর্শক আগ্রহ দ্রুত কমে যাওয়ায় মাত্র সাত দিনের মধ্যেই ছবিটির আয় থমকে যায়। প্রথম সপ্তাহ শেষে বিশ্বব্যাপী মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে প্রায় ১৯১ কোটি টাকা।

ভারতের বাজারে ছবিটির পারফরম্যান্স আরও দুর্বল। বৃহস্পতিবার নেট আয় ছিল মাত্র ৫.৬৫ কোটি টাকা। সব মিলিয়ে ভারতে এখন পর্যন্ত নেট সংগ্রহ প্রায় ১৩০.৪০ কোটি টাকা।

তুলনামূলকভাবে প্রভাসের আগের ব্যর্থ ছবি ‘আদিপুরুষ’ ও ‘সাহো’ প্রথম সপ্তাহেই ৩০০ কোটির বেশি আয় করেছিল। সেখানে ‘দ্য রাজাসাব’ প্রায় ১১০ কোটি টাকা পিছিয়ে রয়েছে। সঞ্জয় দত্ত, মালবিকা মোহনন, নিধি আগরওয়াল ও বোমান ইরানির মতো তারকাবহুল কাস্ট থাকা সত্ত্বেও প্রত্যাশা পূরণ না হওয়ায় বিশ্লেষকদের মতে, ছবিটি ব্যর্থতার দিকেই এগোচ্ছে।

প্রশ্ন ও উত্তর 

প্রশ্ন ১: ‘দ্য রাজাসাব’ প্রথম দিনে কত আয় করেছিল?
উত্তর: মুক্তির প্রথম দিনে বিশ্বজুড়ে প্রায় ১০০ কোটি টাকা আয় করেছিল।

প্রশ্ন ২: প্রথম সপ্তাহ শেষে মোট আয় কত?
উত্তর: প্রথম সপ্তাহ শেষে মোট গ্রস কালেকশন প্রায় ১৯১ কোটি টাকা।

প্রশ্ন ৩: ভারতে ছবিটির নেট সংগ্রহ কত?
উত্তর: ভারতে এখন পর্যন্ত নেট সংগ্রহ প্রায় ১৩০.৪০ কোটি টাকা।

প্রশ্ন ৪: আগের প্রভাস ছবির সঙ্গে তুলনায় অবস্থান কেমন?
উত্তর: ‘আদিপুরুষ’ ও ‘সাহো’-র তুলনায় ছবিটি প্রায় ১১০ কোটি টাকা পিছিয়ে।

প্রশ্ন ৫: ছবিটি কি বক্স অফিসে ফ্লপ হতে পারে?
উত্তর: বর্তমান ট্রেন্ড অনুযায়ী বিশ্লেষকদের ধারণা, ছবিটি ব্যর্থতার তালিকায় যেতে পারে।