31 C
Kolkata
Sunday, May 19, 2024

কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক “এক জেলা এক নির্দিষ্ট পণ্য”এর জন্য পণ্য চূড়ান্ত করেছে

Must Read

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ খাদ্য ও প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রকের পরামর্শে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক “এক জেলা এক নির্দিষ্ট পণ্য” বা ওয়ান ডিসট্রিক্ট ওয়ান ফোকাস প্রোডাক্ট (ওডিওএফপি) এর জন্য পণ্য চূড়ান্ত করেছে। সারা দেশের ৭২৮টি জেলা থেকে কৃষি, উদ্যান পালন, পশুজাত, পোলট্রি, দুগ্ধজাত, মৎস্য, জলজ এবং সমুদ্রিক পণ্য সামগ্রীগুলিকে চিহ্নিত করা হয়েছে। রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল এবং ভারতীয় কৃষি গবেষণা পর্ষদের কাছ থেকে পাওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই পণ্যগুলির তালিকা চূড়ান্ত করা হয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমে একদিকে যেমন পণ্যগুলির পরিচিতি বৃদ্ধি পাবে তেমনই কৃষকদের আয়ও বাড়বে। মূলত খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রকের আওতায় ‘প্রধানমন্ত্রী- ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যোগ’ (পিএম-এফএমই) প্রকল্পের আওতায় এই পণ্যগুলির ক্ষেত্রে সহায়তা প্রদান করা হয়ে থাকে। বিভিন্ন জেলা থেকে যেসমস্ত পণ্যগুলি কেনা হবে সেগুলি হল-

আরও পড়ুন -  Plant-Based Diet: উদ্ভিদ-ভিত্তিক খাদ্য সম্পর্কে, কিছু বিষয় আলোচনা করা যাক

১) ধান- ৪০টি জেলা
২) গম- ৫টি জেলা
৩) মোটা ও পুষ্টিকর খাদ্যশস্য- ২৫টি জেলা
৪) ডাল- ১৬টি জেলা
৫) বিপণনজাত নারকেলের শুকনো শাঁস- ২২টি জেলা
৬) তৈলবীজ- ৪১টি জেলা
৭) সবজি- ১০৭টি জেলা
৮) মশলা- ১০৫টি জেলা
৯) চাষজাত সবজি- ২৮টি জেলা
১০) ফল- ২২৬টি জেলা
১১) ফুল- ২টি জেলা
১২) মধু- ৯টি জেলা
১৩) পশুপালন/দুগ্ধজাত পণ্য- ৪০টি জেলা
১৪) জলজ/সামুদ্রিক মাছ- ২৯টি জেলা
১৫) প্রক্রিয়াজাত- ৩৩টি জেলা

আরও পড়ুন -  ৫ বছরের বড় সুন্দরীর সাথে সময় কাটাচ্ছেন আরিয়ান খান, পুত্রবধূ হতে পারেন খান পরিবারের

রাজ্যে এই ওডিওএফপি প্রকল্প বাস্তবায়নের ফলে কৃষকরা লাভবান হবেন এবং আগামীদিনে কৃষি পণ্য রপ্তানী বৃদ্ধি পাবে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক বর্তমানে কেন্দ্রীয় সরকারের আর্থিক সহযোগিতায় পরিচালিত প্রধানমন্ত্রী কৃষি বিকাশ যোজনা (পিকেভিওয়াই), রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা (আরকেভিওয়াই)- এর মতো প্রকল্পগুলি থেকে ওডিওএফপি ক্ষেত্রে সহায়তা যোগাবে। সূত্র – পিআইবি।

আরও পড়ুন -  Ginger: সংরক্ষণের উপায় আদা, সঠিকভাবে

Latest News

Bhojpuri: মিষ্টি রাতের আলোয় সঞ্চিতার সাথে নরম বিছানায় রোমান্সে মত্ত পবন সিং, ভাইরাল ভিডিও চোখ বুলিয়ে নিন

Bhojpuri: মিষ্টি রাতের আলোয় সঞ্চিতার সাথে নরম বিছানায় রোমান্সে মত্ত পবন সিং, ভাইরাল ভিডিও চোখ বুলিয়ে নিন।  ভোজপুরী সিনেমা: এক...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img