সমুদ্রের ধারে নিভৃত মুহূর্তের একটি ছবি, আর তাতেই টালিউডে ঝড়! হাঁটুর বয়সী এক তরুণীর সঙ্গে প্রেম করছেন—এমন গুঞ্জনে জড়িয়ে পড়েন প্রবীণ অভিনেতা শুভাশিস মুখার্জি। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় জোর চর্চা।
গুঞ্জন ছড়াতেই শেষ পর্যন্ত মুখ খুললেন অভিনেতা নিজেই। তিনি অকপটে স্বীকার করেন, তরুণীর সঙ্গে সমুদ্রতীরে সময় কাটিয়েছিলেন ঠিকই, তবে সেটি কোনও ব্যক্তিগত প্রেমের গল্প নয়। এই সম্পর্ক একেবারেই পর্দার প্রয়োজনে।
শুভাশিস জানান, কৌতুকাভিনেতা ও পরিচালক রাজু মজুমদার-এর পরিচালনায় প্রথম ছবি ফণীবাবু ভাইরাল-এর শুটিং চলছিল সেখানে। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন তরুণ অভিনেত্রী রোশনি ভট্টাচার্য। গল্পের প্রয়োজনে পর্দায় এই অসম বয়সী জুটির প্রেম ও রোম্যান্টিক রসায়ন তুলে ধরা হবে।
নিজের চেয়ে অনেক কম বয়সী অভিনেত্রীর সঙ্গে রোম্যান্টিক দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে মজার ছলে শুভাশিস বলেন, বিষয়টা ভাবলেই তাঁর গায়ে কাঁটা দেয়। তবে পেশাদার অভিনেতা হিসেবে চরিত্রের দাবিই তাঁর কাছে সবথেকে গুরুত্বপূর্ণ।
এই ছবিতে শুভাশিস ও রোশনির পাশাপাশি দেখা যাবে খরাজ মুখার্জি, কাঞ্চন মল্লিক-সহ টালিউডের একঝাঁক পরিচিত মুখকে। মুক্তির আগেই তাই ‘ফণীবাবু ভাইরাল’ ঘিরে কৌতূহল তুঙ্গে।
প্রশ্ন ও উত্তর
Q1. শুভাশিস মুখার্জির সঙ্গে তরুণীর প্রেমের গুঞ্জন কি সত্য?
না, এটি বাস্তব জীবনের নয়, সম্পূর্ণ পর্দার গল্প।
Q2. সমুদ্রতীরে কেন একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের?
‘ফণীবাবু ভাইরাল’ ছবির শুটিংয়ের জন্য তাঁরা সেখানে গিয়েছিলেন।
Q3. ছবিতে শুভাশিসের বিপরীতে কে অভিনয় করছেন?
তরুণ অভিনেত্রী রোশনি ভট্টাচার্য।
Q4. ছবিতে কি রোম্যান্টিক দৃশ্য রয়েছে?
হ্যাঁ, ছবিতে প্রেমের দৃশ্য ও গান রয়েছে।
Q5. এই ছবিতে আর কারা অভিনয় করছেন?
খরাজ মুখার্জি, কাঞ্চন মল্লিক-সহ আরও অনেকে।

