হঠাৎ করেই বড় চমক! মহিলাদের প্রিমিয়ার লিগ চলাকালীনই বিদেশের মাটিতে নতুন চ্যালেঞ্জের পথে হাঁটলেন ভারতের তারকা ব্যাটার Smriti Mandhana। কলকাতার শিল্পপতি Sanjiv Goenka-র মালিকানাধীন দলের জার্সি গায়ে খেলতে চলেছেন তিনি ইংল্যান্ডের জনপ্রিয় প্রতিযোগিতা The Hundred-এ।
এ বার Manchester Super Giants-এর হয়ে মাঠে নামবেন বাঁহাতি ওপেনার স্মৃতি। নিলামের আগেই সরাসরি তাঁকে সই করিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। দলের সতীর্থ হিসাবে পাবেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক Meg Lanning এবং ইংল্যান্ডের তারকা স্পিনার Sophie Ecclestone-কে।
এর আগে ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত সাদার্ন ব্রেভসের হয়ে ‘দ্য হান্ড্রেড’-এ খেলেছিলেন স্মৃতি। গত মরসুমে তাঁকে দেখা না গেলেও এ বার আবার ফিরছেন নতুন দলে। প্রতিযোগিতার ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করার নজির রয়েছে তাঁর।
২০২৩ সালে ছিলেন প্রতিযোগিতার অন্যতম সেরা ব্যাটার। ২০২২ সালেও করেছিলেন ২১১ রান। ধারাবাহিক পারফরম্যান্সের জন্য ইংল্যান্ডের এই লিগে তাঁর চাহিদা সব সময়ই তুঙ্গে। চলতি ডব্লিউপিএলেও ভাল ফর্মে রয়েছেন ভারতের সহ-অধিনায়ক।
আগামী ২১ জুলাই থেকে শুরু হবে মহিলাদের ‘দ্য হান্ড্রেড’। ফাইনাল ১৬ অগস্ট। এ বছর ইংল্যান্ডেই হবে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। জাতীয় দলের সফর শেষে ইংল্যান্ডেই থেকে যাবেন স্মৃতি মন্ধানা।
প্রশ্ন ও উত্তর
১) কোন দলে খেলবেন স্মৃতি মন্ধানা ‘দ্য হান্ড্রেড’-এ?
ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টসের হয়ে খেলবেন তিনি।
২) কবে শুরু হচ্ছে মহিলাদের ‘দ্য হান্ড্রেড’?
২১ জুলাই থেকে প্রতিযোগিতা শুরু হবে।
৩) স্মৃতির সতীর্থ কারা থাকছেন নতুন দলে?
মেগ ল্যানিং ও সোফি একলেস্টোন তাঁর সতীর্থ হবেন।
৪) আগে কোন দলে খেলতেন স্মৃতি?
এর আগে সাদার্ন ব্রেভসের হয়ে খেলেছেন তিনি।
৫) কেন ইংল্যান্ডেই থাকবেন স্মৃতি?
বিশ্বকাপ ও ভারতের টেস্ট সফরের কারণে তিনি ইংল্যান্ডেই থাকবেন।

