কাতারে মার্কিন ঘাঁটিতে সতর্কতা হ্রাস, ফিরে আসছে বিমান ও সেনা

Published By: Khabar India Online | Published On:

হঠাৎ করে উত্তেজনা বাড়ার পর আবার ধীরে ধীরে স্বস্তির বাতাস—কাতারের আল উদেইদ বিমানঘাঁটিতে ফিরতে শুরু করেছেন মার্কিন কর্মকর্তারা। নিরাপত্তা পরিস্থিতির উন্নতির কারণে ঘাঁটিতে জারি থাকা উচ্চ সতর্কতা তুলে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বুধবার আল উদেইদ ঘাঁটিতে সাময়িকভাবে সতর্কতার মাত্রা বাড়ানো হয়েছিল। এর জেরে বেশ কয়েকটি মার্কিন সামরিক বিমান ও কর্মকর্তাকে নিরাপত্তার স্বার্থে সরিয়ে নেওয়া হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় বৃহস্পতিবার থেকে আবার তাদের ফিরে আসার অনুমতি দেওয়া হয়েছে।

বার্তাসংস্থা রয়টার্সের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, ঘাঁটি থেকে সরিয়ে নেওয়া বিমানগুলো ধীরে ধীরে আগের অবস্থানে ফিরছে। পাশাপাশি যেসব কূটনৈতিক ও সামরিক কর্মকর্তাকে সাময়িকভাবে ঘাঁটি ত্যাগ করতে বলা হয়েছিল, তারাও পুনরায় দায়িত্বে ফিরছেন।

এ বিষয়ে কাতারে অবস্থিত মার্কিন দূতাবাসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি। তবে সাম্প্রতিক এই পদক্ষেপকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার স্বাভাবিক ধারাবাহিকতা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।

এদিকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় দক্ষিণ চীন সাগর থেকে একটি মার্কিন বিমানবাহী রণতরী ও তার স্ট্রাইক গ্রুপ মধ্যপ্রাচ্যের দিকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। পেন্টাগনের সিদ্ধান্ত অনুযায়ী, ইউএসএস আব্রাহাম লিংকন ও তার সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলো ইতোমধ্যে যাত্রা শুরু করেছে।

বর্তমানে মধ্যপ্রাচ্য ও ইউরোপ অঞ্চলে যুক্তরাষ্ট্রের কোনো বিমানবাহী রণতরী মোতায়েন না থাকায় এই পদক্ষেপকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ইরানসহ আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র তার সামরিক উপস্থিতি জোরদার করতেই এই সিদ্ধান্ত নিয়েছে।

প্রশ্ন ও উত্তর 

১) আল উদেইদ বিমানঘাঁটিতে কেন সতর্কতা বাড়ানো হয়েছিল?
আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি ও সম্ভাব্য হুমকির কারণে সাময়িকভাবে সতর্কতা জারি করা হয়েছিল।

২) এখন কি পরিস্থিতি স্বাভাবিক?
হ্যাঁ, সতর্কতার মাত্রা কমানো হয়েছে এবং কর্মকর্তারা ফিরছেন।

৩) কোন কোন সম্পদ ঘাঁটি থেকে সরানো হয়েছিল?
মার্কিন সামরিক বিমান ও কিছু কর্মকর্তা সাময়িকভাবে সরানো হয়।

৪) বিমানবাহী রণতরী পাঠানোর উদ্দেশ্য কী?
মধ্যপ্রাচ্যে সামরিক প্রস্তুতি ও প্রতিরোধ ক্ষমতা জোরদার করা।

৫) এতে কি নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা আছে?
বিশ্লেষকদের মতে, এটি প্রতিরোধমূলক পদক্ষেপ, সরাসরি উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত নয়।