পর্দায় যাঁকে দেখলেই দর্শকের রাগে ফোঁস ওঠে, বাস্তবে তাঁর জীবনে লুকিয়ে ছিল এক গভীর যন্ত্রণা। বলিউডের জনপ্রিয় খলনায়ক শক্তি কাপুরকে ঘিরেই এমনই এক অজানা অধ্যায় উঠে এসেছে সম্প্রতি।
আশি ও নব্বইয়ের দশকে শক্তি কাপুর মানেই ছিল ভয়ংকর ভিলেন, নারী নির্যাতন আর নিষ্ঠুরতার প্রতীক। কিন্তু পর্দার সেই চরিত্র একেবারেই মেনে নিতে পারেননি তাঁর বাবা-মা। এক পুরোনো সাক্ষাৎকারে অভিনেতা নিজেই জানিয়েছেন, তাঁর অভিনীত একটি সিনেমা দেখে মাঝপথেই থিয়েটার ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন বাবা-মা।
শক্তি কাপুর জানান, ‘ইনসানিয়াত কে দুশমন’ সিনেমা মুক্তির পর তিনি জোর করেই বাবা-মাকে নিয়ে গিয়েছিলেন প্রেক্ষাগৃহে। ভেবেছিলেন, ছেলের সাফল্যে গর্ব অনুভব করবেন তাঁরা। কিন্তু ছবির একটি দৃশ্যে নারীর শ্লীলতাহানির মুহূর্ত দেখে বাবার রাগ চরমে ওঠে। সেখানেই তিনি স্ত্রীকে নিয়ে হল ছেড়ে বেরিয়ে যান।
বাড়ি ফিরে শক্তি কাপুরকে কড়া ভাষায় শাসন করেন তাঁর বাবা। প্রশ্ন তোলেন, কেন তিনি ভালো মানুষের চরিত্র বা নায়কের ভূমিকায় অভিনয় করছেন না। এমনকি নামী অভিনেত্রীদের সঙ্গে রোমান্টিক চরিত্রে দেখা যায় না কেন, সেই প্রশ্নও উঠে আসে।
শুরুর দিকে এই আচরণে অভিমান হলেও পরে শক্তি বুঝেছিলেন, বাবা-মা একজন অভিভাবক হিসেবেই তাঁর এই নেতিবাচক চরিত্র মেনে নিতে পারছিলেন না। সময়ের সঙ্গে সঙ্গে খলনায়কের পাশাপাশি কমেডি চরিত্রে নিজেকে প্রমাণ করেন তিনি। ক্রাইম মাস্টার গোগো কিংবা নন্দুর মতো চরিত্র আজও দর্শকের মনে হাসির ঝলক এনে দেয়।
প্রশ্ন ও উত্তর
১. কোন সিনেমা দেখে শক্তি কাপুরের বাবা-মা থিয়েটার ছেড়ে বেরিয়ে যান?
‘ইনসানিয়াত কে দুশমন’ সিনেমাটি দেখে তাঁরা প্রেক্ষাগৃহ ছেড়ে বেরিয়ে যান।
২. কেন বাবা-মা শক্তি কাপুরের অভিনয়ে ক্ষুব্ধ হয়েছিলেন?
পর্দায় তাঁর নেতিবাচক ও আপত্তিকর চরিত্র তাঁরা মেনে নিতে পারেননি।
৩. শক্তি কাপুরের বাবার প্রধান আপত্তি কী ছিল?
তিনি চাইতেন ছেলে ভালো মানুষ বা নায়কের চরিত্রে অভিনয় করুক।
৪. পরে কি শক্তি কাপুর বাবা-মায়ের মনোভাব বুঝতে পেরেছিলেন?
হ্যাঁ, সময়ের সঙ্গে তিনি বুঝেছিলেন, এটা অভিভাবকসুলভ উদ্বেগ থেকেই এসেছিল।
৫. কোন ধরনের চরিত্রে শক্তি কাপুর সবচেয়ে জনপ্রিয় হন পরে?
কমেডি চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান।

