ফিফা বিশ্বকাপ ২০২৬: টিকিট পেতে হুড়োহুড়ি, আবেদন ছাড়াল ৫০ কোটি

Published By: Khabar India Online | Published On:

বিশ্বকাপের টিকিট মানেই ফুটবলপ্রেমীদের স্বপ্ন—আর সেই স্বপ্ন ঘিরেই এবার রেকর্ড ভাঙল আবেদন সংখ্যা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া FIFA World Cup 2026-এর টিকিট পেতে ফিফার কাছে জমা পড়েছে ৫০ কোটিরও বেশি আবেদন।

আগামী জুন-জুলাইয়ে বসতে চলেছে ফুটবলের এই মেগা আসর। টিকিটের অতিরিক্ত মূল্য এবং যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি নিয়ে নানা আলোচনা থাকলেও দর্শকদের আগ্রহে তার কোনো ছাপ পড়েনি। ফিফার তথ্য অনুযায়ী, স্বাগতিক তিন দেশের বাইরে সবচেয়ে বেশি আবেদন এসেছে জার্মানি, ইংল্যান্ড, ব্রাজিল, স্পেন, পর্তুগাল, আর্জেন্টিনা ও কলম্বিয়া থেকে।

এর আগে টিকিটের সর্বোচ্চ মূল্য ৮,৬৮০ ডলার নির্ধারণ করায় সমালোচনার মুখে পড়ে ফিফা। পরে সিদ্ধান্ত পরিবর্তন করে জানানো হয়, অংশগ্রহণকারী ৪৮টি দেশের ফুটবল ফেডারেশনের জন্য প্রতিটি ম্যাচে ৬০ ডলারের টিকিট বরাদ্দ থাকবে, যা নিজ নিজ দেশের সমর্থকদের মধ্যে বিতরণ করা হবে।

ফিফা জানায়, তৃতীয় ধাপের টিকিট বিক্রির সময় সবচেয়ে বেশি চাহিদা দেখা গেছে কলম্বিয়া বনাম পর্তুগাল ম্যাচকে ঘিরে, যা ২৭ জুন ফ্লোরিডার মিয়ামি গার্ডেন্সে অনুষ্ঠিত হবে। এছাড়াও মেক্সিকো বনাম দক্ষিণ কোরিয়া, বিশ্বকাপ ফাইনাল, উদ্বোধনী ম্যাচ এবং টরন্টোতে দ্বিতীয় রাউন্ডের একটি ম্যাচ দর্শকদের আগ্রহের শীর্ষে রয়েছে।

তবে এখনই টিকিট নিশ্চিত হচ্ছে না। ফিফা জানিয়েছে, আগামী ৫ ফেব্রুয়ারির আগে আবেদনকারীদের ফলাফল জানানো হবে না। যেসব ম্যাচে চাহিদা বেশি, সেখানে লটারির মাধ্যমে টিকিট বরাদ্দ দেওয়া হবে।

প্রশ্ন ও উত্তর 

১. ফিফা বিশ্বকাপ ২০২৬ কোথায় অনুষ্ঠিত হবে?
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করা হবে।

২. টিকিটের জন্য কতজন আবেদন করেছে?
ফিফার কাছে ৫০ কোটিরও বেশি আবেদন জমা পড়েছে।

৩. টিকিটের সর্বনিম্ন দাম কত?
কিছু টিকিট ৬০ ডলার মূল্যে নির্ধারণ করা হয়েছে ফেডারেশন কোটা অনুযায়ী।

৪. কোন ম্যাচগুলোর চাহিদা সবচেয়ে বেশি?
কলম্বিয়া–পর্তুগাল ম্যাচ, ফাইনাল ও উদ্বোধনী ম্যাচের চাহিদা বেশি।

৫. কবে টিকিট বরাদ্দের ফল জানা যাবে?
৫ ফেব্রুয়ারির আগেই আবেদনকারীদের জানানো হবে।