র‍্যাংকিংয়ের শীর্ষে প্রত্যাবর্তন, আবারও এক নম্বরে বিরাট কোহলি

Published By: Khabar India Online | Published On:

এক ঝলক ব্যাট, আর তাতেই বদলে গেল পুরো র‍্যাংকিংয়ের চিত্র। ওয়ানডে ক্রিকেটে আইসিসি ব্যাটারদের তালিকায় আবারও শীর্ষে উঠে এলেন Virat Kohli। সতীর্থ রোহিত শর্মাকে পেছনে ফেলে ক্যারিয়ারে ১১তমবারের মতো এক নম্বরের মুকুট পরলেন এই ভারতীয় তারকা।

ভদোদরায় নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৯১ বলে ৯৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বিরাট কোহলি। ৩০০ রানের লক্ষ্য তাড়া করে সেই ইনিংসের ভর করেই জয় নিশ্চিত করে ভারত। এই পারফরম্যান্সই তাঁকে আবার ফিরিয়ে দিল র‍্যাংকিংয়ের শীর্ষে।

আইসিসি আপডেট অনুযায়ী, কোহলি এখন পর্যন্ত মোট ৮২৫ দিন ওয়ানডে র‍্যাংকিংয়ের এক নম্বরে কাটিয়েছেন, যা কোনো ভারতীয় ব্যাটারের জন্য সর্বোচ্চ। সর্বকালের তালিকায় তিনি রয়েছেন দশ নম্বরে। সেখানে শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভ রিচার্ডস।

সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে কোহলির ফর্ম ছিল চোখে পড়ার মতো। ভদোদরার ম্যাচের আগে তাঁর শেষ চার ইনিংস ছিল ৭৪*, ১৩৫, ১০২ ও ৬৫*। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডেই একমাত্র ফরম্যাট যেখানে তিনি সক্রিয়।

অন্যদিকে, প্রথম ওয়ানডেতে মাত্র ২৬ রান করায় রোহিত শর্মা নেমে গেছেন তিন নম্বরে। নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল এক ধাপ এগিয়ে উঠে এসেছেন দুই নম্বরে। পয়েন্ট ব্যবধানও খুব কম— কোহলি ৭৮৫, মিচেল ৭৮৪ এবং রোহিত ৭৭৫ পয়েন্টে রয়েছেন।

ভারতের আরেক ব্যাটার লোকেশ রাহুলও উন্নতি করেছেন। ২১ বলে অপরাজিত ২৯ রানের ইনিংসে তিনি এক ধাপ এগিয়ে এখন ১১ নম্বরে।

প্রশ্ন ও উত্তর 

প্রশ্ন ১: বিরাট কোহলি কততমবার ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে উঠলেন?
উত্তর: ক্যারিয়ারে ১১তমবার।

প্রশ্ন ২: ভদোদরায় কোহলি কত রান করেছিলেন?
উত্তর: ৯১ বলে ৯৩ রান।

প্রশ্ন ৩: বর্তমানে ওয়ানডে র‍্যাংকিংয়ে কোহলির পয়েন্ট কত?
উত্তর: ৭৮৫ পয়েন্ট।

প্রশ্ন ৪: রোহিত শর্মা এখন কোন অবস্থানে আছেন?
উত্তর: তিন নম্বরে।

প্রশ্ন ৫: কোহলি বর্তমানে কোন ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন?
উত্তর: শুধু ওয়ানডে ফরম্যাটে।