বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া শিবিরে ফিরল স্বস্তির নিঃশ্বাস। দীর্ঘদিন চোটে ভুগলেও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার ব্যাপারে আশাবাদী Josh Hazlewood। সব কিছু ঠিকঠাক থাকলে বিশ্বকাপের আগেই পুরোপুরি ফিট হয়ে মাঠে নামতে পারবেন বলে বিশ্বাস তার।
হ্যামস্ট্রিং চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজে খেলতে পারেননি হ্যাজলউড। অনুশীলনে ফেরার প্রস্তুতির মধ্যেই আবার অ্যাকিলিসের সমস্যায় পড়েন তিনি। এর ফলে বিগ ব্যাশ লিগ ও পাকিস্তান সিরিজও মিস করতে হয়েছে এই পেসারকে।
তবে দীর্ঘ পুনর্বাসনের পর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছেন তিনি। সম্প্রতি অনুশীলনে রান-আপ নিয়ে বল করা শুরু করেছেন হ্যাজলউড। দৌড়ানো, শক্তি বাড়ানোর ট্রেনিং—সব কিছুই পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে বলে জানিয়েছেন তিনি।
ভারতীয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যাজলউড বলেন, বর্তমানে তার ফিটনেস প্রোগ্রাম সঠিক পথেই রয়েছে। কয়েক সপ্তাহ বাড়তি সময় নেওয়ার সিদ্ধান্ত তার জন্য ইতিবাচক হয়েছে বলেও মনে করছেন তিনি।
বিশ্বকাপের মতো বড় মঞ্চে Australia cricket team-এর জন্য হ্যাজলউডের ফেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিজ্ঞ এই পেসার পুরো ফিট থাকলে বোলিং আক্রমণ আরও শক্তিশালী হবে।
প্রশ্ন ও উত্তর
১. জশ হ্যাজলউড কেন দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন?
হ্যামস্ট্রিং ও পরে অ্যাকিলিস চোটের কারণে তিনি দীর্ঘ সময় খেলতে পারেননি।
২. কোন কোন সিরিজ মিস করেছেন হ্যাজলউড?
তিনি অ্যাশেজ, বিগ ব্যাশ লিগ এবং পাকিস্তান সিরিজ মিস করেছেন।
৩. বর্তমানে তার ফিটনেসের অবস্থা কেমন?
অনুশীলনে তিনি ধীরে ধীরে পুরো রান-আপ নিয়ে বল করা শুরু করেছেন।
৪. টি-টোয়েন্টি বিশ্বকাপে তার খেলার সম্ভাবনা কতটা?
সব কিছু ঠিক থাকলে বিশ্বকাপের আগেই পুরোপুরি ফিট হয়ে ওঠার ব্যাপারে আশাবাদী তিনি।
৫. হ্যাজলউডের ফেরা অস্ট্রেলিয়ার জন্য কেন গুরুত্বপূর্ণ?
তার অভিজ্ঞতা ও গতি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করবে।

