টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ গরম পড়তে না পড়তে দাবানলের মতো আগুন ছড়িয়ে পড়লো হীরাপুর থানার সামডি এলাকায়। আগুনের প্রকোপে মাইলের পর মাইলে জঙ্গলের ঝোপ, খেজুর গাছ, এলাকাবাসীদের জমি চিহ্নিত করার বেড়া পুড়িয়ে দেবার পর বসতি এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। উল্লেখ্য সামডি গ্রামের দুপাশে থাকা প্রাকৃতিক গ্যাস উত্তোলন সংস্থা। আগুন সেদিকে ছড়িয়ে পড়ার আগে খবর দেওয়া হয় আই এস পি কে।
আই এস পির দমকলকে খবর দিলে চারটে দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আই এস পি র অগ্নিদমন শাখার আধিকারিক ভাস্কর দাস জানান, আই এস পি র সি আই এস এফ গ্রামে আগুন লাগার খবর পাবার পর কোম্পানির সামাজিক দায়িত্ব হিসাবে দমকল পাঠিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং গ্যাস উত্তোলন সংস্থার নিজস্ব আগুন প্রতিরোধ করার ব্যাবস্থা আছে। আপাতত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানান ভাস্কর রায়।