হঠাৎই গভীর রাতে হাওড়া স্টেশন চত্বরে নেমে আসে পুলিশের তৎপরতা। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার রাতে পঞ্জাবের একটি কুখ্যাত গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেফতার করে হাওড়া সিটি পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম করণ পাঠক, তরণদীপ সিংহ ও আকাশদীপ সিংহ। তিন জনই পঞ্জাবের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে পঞ্জাব পুলিশের এসটিএফ-এর নজরে ছিলেন। গত ১৫ ডিসেম্বর পঞ্জাবে এক কবাডি খেলোয়াড় খুনের ঘটনার পর থেকেই তারা পালিয়ে বেড়াচ্ছিলেন।
তদন্তে জানা যায়, অভিযুক্তরা প্রথমে গ্যাংটকে গিয়ে আত্মগোপন করেন। পরে কলকাতায় এসে গা ঢাকা দেন। তবে এখান থেকেও দ্রুত পালানোর পরিকল্পনা করছিলেন তাঁরা। রবিবার রাতে হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে অন্যত্র যাওয়ার ছক কষছিল ওই তিন জন।
এই তথ্য পেয়ে পঞ্জাব পুলিশের এসটিএফ হাওড়ার গোলাবাড়ি থানার সঙ্গে যোগাযোগ করে। এরপরই হাওড়া সিটি পুলিশের একটি দল স্টেশন চত্বরে নজরদারি শুরু করে এবং সঠিক সময়ে অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করে।
প্রাথমিক জেরায় ধৃতরা নিজেদের কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের দলের সদস্য বলে দাবি করলেও পঞ্জাব পুলিশ জানিয়েছে, তদন্তকারীদের বিভ্রান্ত করতেই এমন দাবি করা হয়েছিল। আসলে তারা বিশ্নোই গ্যাংয়ের বিরোধী একটি গোষ্ঠীর সঙ্গে যুক্ত।
ধৃতদের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তিন জনকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। এই ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত আছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
প্রশ্ন ১: কোথা থেকে তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে?
উত্তর: হাওড়া স্টেশন চত্বর থেকে তিন জনকে গ্রেফতার করা হয়েছে।
প্রশ্ন ২: ধৃতদের নাম কী?
উত্তর: করণ পাঠক, তরণদীপ সিংহ ও আকাশদীপ সিংহ।
প্রশ্ন ৩: কোন ঘটনার পর থেকে তারা পলাতক ছিল?
উত্তর: পঞ্জাবে এক কবাডি খেলোয়াড় খুনের ঘটনার পর থেকে।
প্রশ্ন ৪: গ্রেফতারের পেছনে কারা তথ্য দেয়?
উত্তর: পঞ্জাব পুলিশের এসটিএফ হাওড়া পুলিশের সঙ্গে যোগাযোগ করে তথ্য দেয়।
প্রশ্ন ৫: তারা কি লরেন্স বিশ্নোই গ্যাংয়ের সদস্য?
উত্তর: না, তারা বিশ্নোই গ্যাংয়ের বিরোধী গোষ্ঠীর সদস্য।

