সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে বাড়ানো হল নিরাপত্তা, মোতায়েন ১২ কেন্দ্রীয় জওয়ান

Published By: Khabar India Online | Published On:

হঠাৎ করেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হল সল্টলেকের সিজিও কমপ্লেক্স। ইডি দফতরকে কেন্দ্র করে সেখানে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি উল্লেখযোগ্য ভাবে বাড়ানো হয়েছে।

সল্টলেকের সিজিও কমপ্লেক্সের দু’টি প্রবেশদ্বারে ছ’জন করে মোট ১২ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছে। আগে যেখানে সীমিত সংখ্যক জওয়ান দায়িত্বে থাকতেন, সেখানে এখন দ্বিগুণেরও বেশি বাহিনী নজরদারিতে রয়েছে। যদিও নিরাপত্তা বৃদ্ধির কারণ নিয়ে প্রশাসনের তরফে আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেওয়া হয়নি।

তবে প্রশাসনিক মহলের একাংশের ধারণা, সম্প্রতি আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও দফতরে ইডির তল্লাশি অভিযানকে ঘিরে যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল, তার প্রভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার অভিযানের সময়ে সিজিও কমপ্লেক্সের দু’টি গেট সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছিল। সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা না থাকলেও অবাঞ্ছিত ভিড় ঠেকাতে বিশেষ ব্যবস্থা করা হয়েছিল।

উল্লেখ্য, আগে সিজিও কমপ্লেক্সে ইডি ও সিবিআই—দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারই দফতর ছিল। সেই সময় নিরাপত্তা ব্যবস্থাও ছিল আরও কড়া। তবে গত বছরের এপ্রিল মাসে সিবিআই-এর দফতর সরে যাওয়ার পর জওয়ানের সংখ্যা কমে গিয়েছিল। বর্তমানে উদ্ভূত পরিস্থিতিতে আবারও নিরাপত্তা জোরদার করা হল।

গত সপ্তাহে তল্লাশির সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীক জৈনের বাড়ি ও পরে সেক্টর ফাইভে আইপ্যাকের দফতরেও যান। তাঁর যাওয়ার পরেও সেখানে তৃণমূলের কর্মী-সমর্থকদের ভিড় ছিল। সন্ধ্যায় ইডি আধিকারিকেরা বেরোনোর সময় বিক্ষোভও হয়। যদিও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই আবহেই সিজিও কমপ্লেক্সে বাড়ানো হল নিরাপত্তা।

প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ১: সিজিও কমপ্লেক্সে কত জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছে?
উত্তর: দু’টি গেটে ছ’জন করে মোট ১২ জন জওয়ান মোতায়েন করা হয়েছে।

প্রশ্ন ২: কেন হঠাৎ নিরাপত্তা বাড়ানো হল?
উত্তর: আনুষ্ঠানিক কারণ জানানো না হলেও সাম্প্রতিক ইডি অভিযানের জেরেই এই সিদ্ধান্ত বলে অনুমান।

প্রশ্ন ৩: আগে কি এত নিরাপত্তা ছিল?
উত্তর: আগে সিবিআই দফতর থাকাকালীন নিরাপত্তা বেশি ছিল, পরে তা কমে গিয়েছিল।

প্রশ্ন ৪: সাধারণ মানুষের প্রবেশে কি নিষেধাজ্ঞা রয়েছে?
উত্তর: না, তবে অবাঞ্ছিত ভিড় ঠেকাতে কড়া নজরদারি চলছে।

প্রশ্ন ৫: ভবিষ্যতে আরও নিরাপত্তা বাড়তে পারে কি?
উত্তর: পরিস্থিতির উপর নজর রেখে প্রশাসন প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেবে।