ইরান সংকটে ট্রাম্পকে নিশানা করে বিস্ফোরক মন্তব্য খামেনির

Published By: Khabar India Online | Published On:

ইরানের উত্তাল পরিস্থিতির মধ্যেই হঠাৎ আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য ছড়াল এক বিস্ফোরক বক্তব্য। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি ক্ষমতাচ্যুত হওয়ার হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া ভাষণে খামেনি ট্রাম্পকে ‘অত্যাচারী ব্যক্তি’ বলে আখ্যা দেন। তিনি বলেন, ইতিহাস বারবার প্রমাণ করেছে— অত্যাচারীরা কখনও দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। ফারাও, নমরুদ কিংবা ইরানের সাবেক শাসক মোহম্মদ রেজা শাহের উদাহরণ টেনে খামেনি দাবি করেন, ট্রাম্পের পরিণতিও একই হবে।

ইরানের চলমান বিক্ষোভ প্রসঙ্গে তিনি ক্ষোভ উগরে দিয়ে বিক্ষোভকারীদের ‘নাশকতাকারী’ বলে মন্তব্য করেন। খামেনির অভিযোগ, এই আন্দোলনের মাধ্যমে একদল মানুষ এমন একজন নেতাকে সন্তুষ্ট করার চেষ্টা করছে, যিনি নিজের দেশই ঠিকমতো চালাতে জানেন না।

তিনি আরও বলেন, ইসলামিক প্রজাতন্ত্র সাধারণ মানুষের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত। তাই কিছু বিশৃঙ্খল আন্দোলনের মাধ্যমে এই সরকারকে উৎখাত করা সম্ভব নয়।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ভয়াবহ মূল্যস্ফীতি, মুদ্রার অবমূল্যায়ন ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির জেরে ইরানে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। গত ২৮ ডিসেম্বর রাজধানী তেহরানে ব্যবসায়ীদের ধর্মঘট থেকে শুরু হয়ে সেই বিক্ষোভ এখন ছড়িয়ে পড়েছে দেশের প্রায় সব প্রান্তে। নিরাপত্তা বাহিনী মোতায়েন, ইন্টারনেট বিচ্ছিন্ন— সবকিছু সত্ত্বেও উত্তেজনা কমছে না।

প্রশ্ন ও উত্তর 

১. কেন ট্রাম্পকে হুঁশিয়ারি দিলেন খামেনি?
ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ ও যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপমূলক হুমকির প্রেক্ষিতেই এই সতর্কবার্তা।

২. খামেনি ট্রাম্পকে কীভাবে বর্ণনা করেছেন?
তিনি ট্রাম্পকে ‘অত্যাচারী’ ও অযোগ্য শাসক বলে উল্লেখ করেছেন।

৩. ইরানে বিক্ষোভের মূল কারণ কী?
তীব্র মূল্যস্ফীতি, মুদ্রার অবনতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি।

৪. সরকার কীভাবে পরিস্থিতি সামাল দিচ্ছে?
নিরাপত্তা বাহিনী মোতায়েন এবং ইন্টারনেট ও মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

৫. এ পর্যন্ত কতজন নিহত হয়েছেন?
বিক্ষোভে এখন পর্যন্ত মোট ৪৫ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।