অবাধ ও শান্তিপূর্ণ ভোট পরিচালনা করতে প্রস্তুত প্রশাসন

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ জেলায় অবাধ ও শান্তিপূর্ণ ভোট পরিচালনা করতে প্রস্তুত প্রশাসন ৷ এই বিষয়ে তথ্য তুলে ধরতে শনিবার জেলা শাসকের দফতরের পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় ৷ যেখানে জেলা শাসক পূর্ণেন্দু মাজি, পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈন, অতিরিক্ত জেলা শাসক অভিজিৎ শেভালে সহ অন্যান্য নির্বাচনী আধিকারিকেরা উপস্থিত ছিলেন ৷ এদিনের বৈঠকে জেলা শাসক জানিয়েছেন , জেলায় ১০০% ভোটারই যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেদিকেই তাদের লক্ষ্য ৷ পাশাপাশি ভোটারদের মন থেকে ভয় বা আশঙ্কা দূর করতেও প্রস্তুত রয়েছে প্রশাসন ৷ এর মধ্যেই অঞ্চল ভিত্তিক কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু হয়েছে ৷ একই সাথে জেলায় মোট ৭৮৩ টি বুথকে স্পর্শকাতর ও ৮২৭ টি বুথকে জটিল হিসাবে চিহ্নিত করা হয়েছে ৷ এছাড়াও ৯৪২ টি স্থান কে উত্তেজনা প্রবন এলাকা হিসাবে চিহ্নিত করা হয়েছে ৷ জেলা প্রশাসনের পক্ষ থেকে এগুলির প্রতি বিশেষ নজর থাকবে ৷ এই সব অঞ্চলে দিনে দুবার কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করবে ৷ এছাড়াও জেলায় এই নির্বাচনে ৪৫০ টি পোলিং স্টেশন মহিলা ভোট কর্মীদের দ্বারা পরিচালিত হবে ৷ পাশাপাশি কোভিড আক্রান্ত রোগী ও ৮০ বছরের উর্দ্ধে থাকা প্রবীণ মানুষ ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের ভোট দানের সুবিধা জন্যে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে ৷ কেন্দ্রগুলি ভোট গ্রহণ করা হবে সকাল ৭ টা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত ৷অন্যদিকে পুলিশ কমিশনার জানিয়েছেন

আরও পড়ুন -  CPM: সিপিএমের জেলা সম্মেলন, আগামী জানুয়ারি মাসে

পশ্চিম বর্ধমান জেলার সাথে পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড , বাঁকুড়া পুরুলিয়া বীরভূম ও পূর্ব বর্ধমান জেলার সাথে সংযোগ রয়েছে ৷ একই সাথে সড়ক ও নদীপথে এই অঞ্চলগুলির সাথে যোগাযোগ রয়েছে ৷ ফলে ওই এলাকাগুলি থেকে দুষ্কৃতীরা যাতে প্রবেশ করতে না পারে , সেই দিকে বিশেষ নজরের মাধ্যমে নাকা চেকিং শুরু হয়েছে ৷ একই সাথে জেলার হোটেলগুলিতে আসা বহিরাগতদের প্রকৃত নথি সংগ্রহ করা হচ্ছে ৷ জেলায় এর মধ্যেই ৪৩ টি নাকা পোষ্ট গড়ে তোলা হয়েছে ৷ এছাড়াও থানা ভিত্তিক এলাকাগুলি থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়েও সক্রিয় হয়েছে পুলিশ।

আরও পড়ুন -  Modi-Hasina: ভারত-বাংলাদেশের মধ্যে ৭ সমঝোতা স্মারক সই