অবরোধ শুরু মাইথনের রাস্তায়

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ দীর্ঘদিন ধরেই মাইথন এলাকায় রাস্তা খারাপ। আর সেই খারাপ রাস্তার কারণে পর্যটক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা ব্যবসায়ী সবারই অসুবিধা হত। কিন্তু আজ ডিভিসির চেয়ারম্যান আসার কারণে সেই খারাপ রাস্তার উপরে ছাই ফেলে দেয় ডিভিসি কর্তৃপক্ষ। কার্যত খারাপ রাস্তাকে ঢেকে রাখার জন্যই এমন উদ্যোগ বলে জানা গেছে। আর সেই ছাই উড়ে দূষণ ছড়াতে শুরু করে এলাকায়। যার ফলে ব্যতিব্যস্ত হয়ে ওঠে ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। আজ সকাল থেকেই তাই স্থানীয় বাসিন্দারা, ব্যবসায়ীরা অবরোধ শুরু করে মাইথনের রাস্তায়। দীর্ঘক্ষণ ধরে এই অবরোধ চলে। ডিভিসির আধিকারিকরা বাসিন্দাদের আশ্বাস দেন যে খুব দ্রুত ওই রাস্তা নির্মাণ হবে এবং অবিলম্বে দূষণ যাতে বন্ধ করা যায় সেই ব্যবস্থা নেওয়া হবে। এই আশ্বাস পাওয়ার পরেই বাসিন্দারা অবরোধ তুলে নেয়।

আরও পড়ুন -  দ্বিতীয় সন্তানের বাবা হলেন জিৎ