নর্দমা থেকে উদ্ধার বাইক-আরোহীর দেহ, গভীর রাতে চাঞ্চল্য পশ্চিম বন্দরে

Published By: Khabar India Online | Published On:

রবিবার গভীর রাতে হঠাৎই নীরবতা ভেঙে যায় পশ্চিম বন্দর থানা এলাকার পাহাড়পুর রোডে। রাস্তার ধারের একটি নর্দমা থেকে উদ্ধার হয় এক বাইক-আরোহী ব্যক্তির দেহ, ঘিরে ধরে এলাকাবাসী ও পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রমাপদ পুরকাইত (৪৩)। তিনি সোনারপুরের খুড়িগাছি এলাকার বাসিন্দা এবং চৌরঙ্গি লেনের একটি অফিসে কাজ করতেন। রবিবার রাত ৯টা নাগাদ নাইট ডিউটির উদ্দেশে বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। কিন্তু নির্দিষ্ট সময়ে অফিসে না পৌঁছনোয় সহকর্মীদের সন্দেহ দানা বাঁধে।

স্থানীয়দের দাবি, রাত প্রায় পৌনে ১টা নাগাদ তাঁরা দেখতে পান, এক যুবক বাইক-সহ নর্দমার ভিতরে পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কর্তব্যরত পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখে, নর্দমার ভিতর উপুড় হয়ে ভাসছেন ওই যুবক এবং পাশেই পড়ে রয়েছে তাঁর বাইক।

স্থানীয়দের সহায়তায় দ্রুত তাঁকে উদ্ধার করে SSKM Hospital-এ নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃতের সঙ্গে থাকা পরিচয়পত্র থেকেই তাঁর পরিচয় নিশ্চিত করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, রমাপদ নিয়মিত মদ্যপান করতেন। তবে ঘটনার সময় তিনি মত্ত ছিলেন কি না বা কীভাবে বাইক-সহ নর্দমায় পড়ে গেলেন, তা এখনও স্পষ্ট নয়। সোমবার সকাল পর্যন্ত এই ঘটনায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে এবং পরিবারকে খবর দেওয়া হয়েছে।

প্রশ্ন ও উত্তর 


1. কোথা থেকে দেহ উদ্ধার হয়েছে?
পশ্চিম বন্দর থানা এলাকার পাহাড়পুর রোডের ধারের একটি নর্দমা থেকে।

2. মৃত ব্যক্তির পরিচয় কী?
মৃতের নাম রমাপদ পুরকাইত, বয়স ৪৩ বছর, বাড়ি সোনারপুরে।

3. কীভাবে ঘটনাটি নজরে আসে?
রাত পৌনে ১টা নাগাদ স্থানীয়রা নর্দমায় বাইক-সহ যুবককে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

4. এটি দুর্ঘটনা না অন্য কিছু?
প্রাথমিকভাবে দুর্ঘটনার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে, তবে তদন্ত চলছে।

5. এই ঘটনায় কোনও অভিযোগ হয়েছে কি?
সোমবার সকাল পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।