হলিউডে ঝড়: নেটফ্লিক্স-ওয়ার্নার চুক্তি থেকে রাজনৈতিক বিতর্ক

Published By: Khabar India Online | Published On:

বছরের শেষভাগে এসে হলিউড যেন একের পর এক চমকে ভরা গল্প উপহার দিচ্ছে। বিনোদন জগতের পর্দার আড়ালের ঘটনাগুলো এবার আলোচনায় উঠে এসেছে আরও জোরালোভাবে।

ডিসেম্বর মাসে Netflix ঘোষণা দেয়, ৭২ বিলিয়ন ডলারে তারা Warner Bros. Discovery-এর টিভি, স্টুডিও ও স্ট্রিমিং ব্যবসা কিনতে যাচ্ছে। এই ঘোষণার পরই Paramount পাল্টা প্রস্তাব দেয় ১০৮ বিলিয়ন ডলারের বেশি দামে পুরো ওয়ার্নার ব্রস কিনতে প্রস্তুত তারা। তবে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি স্পষ্ট জানায়, তাদের পছন্দ নেটফ্লিক্সই।

এর মধ্যেই সেপ্টেম্বর মাসে Donald Trump বিদেশে নির্মিত সব হলিউড সিনেমার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়ে নতুন বিতর্ক উসকে দেন। এই সিদ্ধান্ত বিশ্বব্যাপী ফিল্ম ইন্ডাস্ট্রিতে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

অন্যদিকে সিনেমা ও টিভি প্রোডাকশনের নতুন হাব হিসেবে উঠে আসছে London। কর প্রণোদনা, শুটিংবান্ধব পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতার কারণে অনেক তারকা ও নির্মাতা Los Angeles ছেড়ে লন্ডনমুখী হয়েছেন। বড় বাজেটের সিনেমার শুটিং ও প্রিমিয়ারও হচ্ছে সেখানেই।

এ বছর বিভিন্ন চলচ্চিত্র উৎসবে সিনেমার পাশাপাশি গুরুত্ব পেয়েছে ফিলিস্তিন-ইসরায়েল ইস্যু। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে হলিউডসহ বিশ্বের বিভিন্ন ইন্ডাস্ট্রির ১,২০০-এর বেশি শিল্পী ঘোষণা দিয়েছেন, তাঁরা ইসরায়েলি কোনো প্রতিষ্ঠান বা প্রযোজনার সঙ্গে কাজ করবেন না।

এই প্রেক্ষাপটে Gal Gadot অভিনীত ‘Snow White’ সিনেমাটি প্রত্যাশিত সাড়া না পাওয়ায় Disney-কে ১০০ মিলিয়ন ডলারের বেশি ক্ষতির মুখে পড়তে হয়েছে।

তারকাদের ব্যক্তিগত ও পেশাগত ঘটনাও ছিল আলোচনায়। ২৭ জুন মুক্তি পায় Brad Pitt অভিনীত ‘F1’। এর প্রিমিয়ারে হাজির হয়ে চমক দেন Tom Cruise—প্রায় ২৪ বছর পর এক ফ্রেমে দেখা যায় এই দুই সুপারস্টারকে। দীর্ঘ অভিনয়জীবনের পর এবারই প্রথম গভর্নরস অ্যাওয়ার্ডসে সম্মানিত হয়েছেন টম ক্রুজ।

এছাড়া Nicole Kidman ঘোষণা করেন, ১৮ বছরের দাম্পত্য সম্পর্কের ইতি টানছেন গায়ক কিথ আরবানের সঙ্গে। টেলিভিশনে টিনএজদের নিয়ে তৈরি সিরিজ ‘Adolescence’ একাধিক পুরস্কার জিতে নেয়, আর ১৫ বছর বয়সে এমি জিতে রেকর্ড গড়েন ওয়েন কুপার।

প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ১: নেটফ্লিক্স কেন ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি কিনতে চায়?
উত্তর: কনটেন্ট লাইব্রেরি ও গ্লোবাল স্ট্রিমিং শক্তিশালী করতেই এই উদ্যোগ।

প্রশ্ন ২: ট্রাম্পের শুল্ক ঘোষণা কী প্রভাব ফেলতে পারে?
উত্তর: বিদেশে শুটিং করা সিনেমার বাজেট ও মুক্তি পরিকল্পনায় বড় পরিবর্তন আসতে পারে।

প্রশ্ন ৩: কেন লন্ডন হলিউডের নতুন কেন্দ্র হয়ে উঠছে?
উত্তর: কর সুবিধা ও শুটিংবান্ধব পরিবেশ নির্মাতাদের আকর্ষণ করছে।

প্রশ্ন ৪: ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে হলিউডে কী ধরনের প্রতিবাদ হচ্ছে?
উত্তর: অনেক শিল্পী ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ না করার ঘোষণা দিয়েছেন।

প্রশ্ন ৫: টম ক্রুজের অস্কার-সংক্রান্ত অর্জন কী?
উত্তর: দীর্ঘ ক্যারিয়ারের পর তিনি গভর্নরস অ্যাওয়ার্ডসে সম্মানিত হয়েছেন।