কোচ জাকি’র আকস্মিক মৃত্যু, শোকস্তব্ধ বিপিএল

Published By: Khabar India Online | Published On:

এক নিমিষেই বদলে গেল মাঠের পরিবেশ। খেলার প্রস্তুতির মাঝেই নেমে এলো শোকের ছায়া। বিপিএলে শনিবার হৃদয়বিদারক এক ঘটনায় সবাইকে নাড়িয়ে দিয়েছে ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি’র আকস্মিক মৃত্যু।

রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালসের ম্যাচ শুরুর মাত্র ২০ মিনিট আগে ওয়ার্মআপ চলাকালীন হঠাৎ মাঠেই লুটিয়ে পড়েন কোচ জাকি। দ্রুত তাকে সিপিআর দেওয়া হয় এবং অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে জানা গেছে, হার্ট অ্যাটাকেই তার মৃত্যু হয়েছে।

বাংলাদেশ ক্রিকেটে মাহবুব আলী জাকি ছিলেন অত্যন্ত সম্মানিত ও পরিচিত মুখ। দীর্ঘদিন ধরে পেস বোলিং কোচ হিসেবে তিনি দেশের ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। অনেক তরুণ পেসারের গড়ার পেছনে ছিল তার নীরব অবদান।

তার মৃত্যুর খবরে শোকাহত জাতীয় দলের ক্রিকেটাররাও। সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় সাবেক অধিনায়ক Shakib Al Hasan স্মৃতিচারণ করে জানান, ক্রিকেট মাঠেই কোচ জাকি তার প্রিয় কাজের মধ্য দিয়ে শেষ সময় কাটিয়েছেন। মাশরাফি বিন মর্তুজাও তাকে বাংলাদেশের বোলিং বায়োমেকানিক্সের অন্যতম সেরা মস্তিষ্ক বলে উল্লেখ করেছেন।

দেশের ক্রিকেট অঙ্গনে আজ এক শূন্যতা তৈরি হয়েছে। কোচ জাকি’র মতো নিবেদিতপ্রাণ একজন ক্রিকেট কর্মীর চলে যাওয়া সহজে পূরণ হওয়ার নয়। সতীর্থ, শিষ্য ও ভক্তদের হৃদয়ে তিনি থেকে যাবেন একজন শিক্ষক ও অভিভাবক হিসেবেই।

প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ১: কোচ মাহবুব আলী জাকি কীভাবে মারা যান?
উত্তর: ওয়ার্মআপের সময় হার্ট অ্যাটাকে তিনি মারা যান।

প্রশ্ন ২: তিনি কোন দলের সঙ্গে যুক্ত ছিলেন?
উত্তর: তিনি বিপিএলে ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ ছিলেন।

প্রশ্ন ৩: অনূর্ধ্ব-১৯ দলে তার ভূমিকা কী ছিল?
উত্তর: ২০২০ বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের পেস বোলিং কোচ ছিলেন তিনি।

প্রশ্ন ৪: কোন ক্রিকেটাররা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন?
উত্তর: সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, শরীফুল ইসলামসহ অনেকে।

প্রশ্ন ৫: তার মৃত্যুতে বিপিএলে কী প্রভাব পড়েছে?
উত্তর: পুরো টুর্নামেন্ট জুড়ে নেমে এসেছে শোকের আবহ।