একটি পার্টির রাত, আর তার পরেই ভয়াবহ অভিযোগ—উদয়পুরে ঘটে যাওয়া এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়াল। রাজস্থানের উদয়পুরে এক তথ্যপ্রযুক্তি সংস্থার ম্যানেজারকে ধর্ষণের অভিযোগের তদন্তে পুলিশ এবার মেডিক্যাল রিপোর্ট হাতে পেয়েছে। সেই রিপোর্টে ধর্ষণের স্পষ্ট প্রমাণ মিলেছে বলেই দাবি তদন্তকারীদের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতার গোপনাঙ্গে এবং শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি ঘটে গত শনিবার রাতে। সংস্থার সিইওর জন্মদিন ও নতুন বছর উপলক্ষে উদয়পুরের এক হোটেলে পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানে কর্মীদের সঙ্গে উপস্থিত ছিলেন ওই ম্যানেজারও।
অভিযোগ অনুযায়ী, রাত দেড়টা নাগাদ তিনি অসুস্থ বোধ করলে তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলা হয়। সেই সময় গাড়িতে ছিলেন সংস্থার সিইও, এক মহিলা আধিকারিক ও তাঁর স্বামী। মাঝপথে গাড়ি থামিয়ে সিগারেটের মতো দেখতে একটি বস্তু তাঁকে সেবন করানো হয় বলে অভিযোগ। এরপরেই তিনি অচৈতন্য হয়ে পড়েন।
হুঁশ ফেরার পর শরীরের আঘাত দেখে সন্দেহ হওয়ায় তিনি গাড়ির ড্যাশক্যামের ফুটেজ পরীক্ষা করেন। সেখানেই নাকি পুরো ঘটনার প্রমাণ পান। ঘটনার তিন দিন পর থানায় অভিযোগ দায়ের করা হয়। তাঁর দাবি, গাড়ির মধ্যেই তাঁকে ধর্ষণ করা হয়েছে এবং বেশ কিছু গয়না ও পোশাকও খোয়া গিয়েছে।
অভিযোগের ভিত্তিতে Rajasthan Police ইতিমধ্যেই সংস্থার সিইও, ওই মহিলা আধিকারিক ও তাঁর স্বামীকে গ্রেফতার করেছে। ঘটনার তদন্ত চলছে এবং পুলিশ আরও তথ্য খতিয়ে দেখছে।
প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ১: ঘটনাটি কোথায় ঘটেছে?
উত্তর: রাজস্থানের Udaipur শহরে।
প্রশ্ন ২: মেডিক্যাল রিপোর্টে কী বলা হয়েছে?
উত্তর: রিপোর্টে ধর্ষণের প্রমাণ এবং শরীরে আঘাতের চিহ্নের উল্লেখ রয়েছে।
প্রশ্ন ৩: অভিযুক্ত কারা?
উত্তর: তথ্যপ্রযুক্তি সংস্থার সিইও, এক মহিলা আধিকারিক ও তাঁর স্বামী।
প্রশ্ন ৪: অভিযোগ করতে দেরি কেন হল?
উত্তর: ঘটনার পর শারীরিক অবস্থার কারণে তিন দিন পরে অভিযোগ দায়ের করা হয়।
প্রশ্ন ৫: তদন্ত এখন কোন পর্যায়ে?
উত্তর: পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্তদের এবং প্রমাণ সংগ্রহ চলছে।

